Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 ইউফ্রেটিস নদীতীর থেকে ফিলিস্তিয়া এমন কি মিশরের সীমা পর্যন্ত শলোমনের রাজ্য বিস্তৃত হয়েছিল। শলোমনের জীবনের শেষদিন পর্যন্ত প্রজারা তাঁকে কর দিত এবং তাঁর বশ্যতা স্বীকার করেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর (ফোরাত) নদী থেকে ফিলিস্তিনীদের দেশ ও মিসরের সীমা পর্যন্ত যাবতীয় রাজ্যে সোলায়মান কর্তৃত্ব করতেন; সোলায়মানের সমস্ত জীবনকালে তারা তাঁকে উপঢৌকন দিত এবং তাঁর সেবা করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 শলোমন ইউফ্রেটিস নদী থেকে শুরু করে ফিলিস্তিনীদের দেশ পর্যন্ত, অর্থাৎ একেবারে মিশরের সীমানা পর্যন্ত, সব রাজ্যের উপর শাসন চালাতেন। শলোমন যতদিন বেঁচেছিলেন, এই দেশগুলি তাঁকে কর দিত ও তাঁর শাসনাধীন হয়েই ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর [ফরাৎ] নদী অবধি পলেষ্টীয়দের দেশ ও মিসরের সীমা পর্য্যন্ত যাবতীয় রাজ্যের উপরে শলোমন কর্ত্তৃত্ব করিতেন; শলোমনের সমস্ত জীবনকালে তাহারা তাঁহাকে উপঢৌকন দিত, এবং তাঁহার দাসত্ব করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 রাজা শলোমন ফরাৎ নদী থেকে পলেষ্টীয়দের দেশ ও মিশরের সীমা পর্যন্ত সমস্ত অঞ্চলে তাঁর রাজ্য বিস্তার করেছিলেন। শলোমন যতদিন বেঁচেছিলেন ততদিন এই অঞ্চলের সমস্ত রাজ্যগুলি বশ্যতা স্বীকার করেছিল এবং তারা শলোমনের জন্য উপহার পাঠাত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশর ও পলেষ্টীয়দের দেশের সীমা পর্যন্ত সমস্ত রাজ্যগুলো শলোমনের শাসনের অধীনে ছিল। শলোমন যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা তাঁকে কর দিত এবং তাঁকে সেবা করত।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:21
22 ক্রস রেফারেন্স  

সেদিন প্রভু পরমেশ্বর অব্রামের সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করে বললেন, মিশরের নদী থেকে মহানদ ফরাৎ (ইউফ্রেটিস) পর্যন্ত বিস্তৃত এই দেশ আমি তোমার বংশধরদের দিলাম।


মরুপ্রান্তর থেকে লেবানন এবং মহানদী ইউফ্রেটিস পর্যন্ত হিত্তীয়দের সমগ্র অঞ্চল এবং অস্তাচলের দিকে মহাসিন্ধু পর্যন্ত এলাকা হবে তোমাদের দেশ।


জেরুশালেমে অবস্থিত তোমার মন্দির, নৃপতিরা যেখানে আনে উপহার তোমার উদ্দেশে।


ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে তিপ্‌শা থেকে গাজা পর্যন্ত সমস্ত রাজ্যের উপর তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ইউফ্রেটিসের পশ্চিম পারের সমস্ত রাজা তাঁর অধীনতা স্বীকার করেছিলেন, রাজ্যের সর্বত্র শান্তি বিরাজিত ছিল।


লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এবং প্রান্তর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত তোমাদের দেশের সীমা আমি নির্দিষ্ট করে দেব। এই দেশের অধিবাসীদের আমি তোমাদের হাতে সমর্পণ করব। তোমরা তাদের বিতাড়িত করবে।


তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণ কর তোমার অঙ্গীকার, আন উপহার হে জাতিবৃন্দ, তাঁর চতুর্দিকে রয়েছ যারা।


সেখানে পরাক্রমী রাজারা রাজত্ব করেছেন, সমগ্র পশ্চিম ইউফ্রেটিস প্রদেশ শাসন করে কর ও রাজস্ব আদায় করেছেন।


বহুলোক জেরুশালেমে প্রভু পরমেশ্বরের কাছে নৈবেদ্য এবং রাজা হিষ্কিয়ের কাছে উপহার নিয়ে জেরুশালেমে এসেছিল। তাই তখন থেকে সমস্ত জাতির লোকের কাছে রাজা হিষ্কিয় সম্মান ও মর্যাদার আসন লাভ করেন।


প্রভু পরমেশ্বর সমগ্র যিহুদীয়া রাজ্যকে যিহোশাফটের দৃঢ় নিয়ন্ত্রাণাধীনে এনে দিয়েছিলেন। সমস্ত প্রজা তাঁর কাছে উপহার আনত যাতে রাজা যিহোশাফট ঐশ্বর্যবান ও প্রগাঢ় সম্মান প্রতিপত্তি লাভ করতে পারেন।


যে সব দেশে তোমরা পদার্পণ করবে সেগুলি হবে তোমাদের। তোমাদের সীমানা হবে মরুপ্রান্তর থেকে লেবানন এবং ইউফ্রেটিস নদী থেকে পশ্চিমের সমুদ্র পর্যন্ত বিস্তৃত।


আসিরিয়ার সম্রাট শালমানেসের হোশেয়র রাজ্য আক্রমণ করায় হোশেয় তাঁর বশ্যতা স্বীকার করেন এবং প্রতি বছর তাঁকে কর দিতে থাকেন।


কিন্তু কয়েকজন দুষ্ট লোক বলল, এ ব্যক্তি কি করে আমাদের রক্ষা করবে? তাঁরা তাঁকে অবজ্ঞা করল এবং তাঁকে কোন উপহার দিল না।


তিনি মোয়াবের বন্দীদের তিন ভাগ করে তিন সারিতে মাটিতে শোয়ালেন, দুভাগ লোককে হত্যা করলেন এবং একভাগ লোককে বাঁচিয়ে রাখলেন। তারাই দাউদের বশ্যতা স্বীকার করে তাঁকে কর দিতে লাগল।


দাউদ দামাস্কাস এলাকায় সৈন্যদলের ছাউনি ফেললেন। সিরিয়ার লোকেরা তাঁর বশ্যতা স্বীকার করল এবং কর দিতে লাগল। এইভাবে প্রভু পরমেশ্বর দাউদকে সর্বত্র বিজয়ী করতে লাগলেন।


সেইসাথে, তুমি যা চাও নি, সেই ধনসম্পদ ও সম্মানও আমি তোমাকে দিচ্ছি, যার ফলে তোমার জীবনকালে কোন রাজা তোমার সমকক্ষ হতে পারবে না।


শলোমনের প্রাসাদের জন্য দৈনিক খাদ্য সরবরাহের পরিমাণ ছিল ত্রিশ কোর ময়দা, ষাট কোর আটা,


আপনার পিতা শলোমন আমাদের সঙ্গে অত্যন্ত রূঢ় ব্যবহার করতেন এবং আমাদের উপরে দুরূহ কাজের বোঝা চাপিয়ে দিয়েছেন। যদি আপনি এই বোঝা হালকা করে দেন এবং আমাদের স্বচ্ছন্দে জীবনযাপন করার সুযোগ দেন, তাহলে আমরা আপনার অনুগত প্রজা হয়ে থাকব।


একদা জনাকীর্ণ জেরুশালেমের জনপদ আজ পড়ে আছে জনহীন, বিশ্ববন্দিতা নগরীর দশা আজ অনাথা বিধবার মত করুণ! গৌরবের শিখরে রাণীর আসনে যে ছিল অধিষ্ঠিতা সে আজ অবহেলিতা দাসীর মত।


স্বর্ণ-রৌপ্যের অলঙ্কারে আর সূচীশিল্পের কারুকার্যে মণ্ডিত ক্ষৌমবস্ত্র আর রেশমী পোষাকে সর্বদাই তুমি থাকতে সুসজ্জিতা হয়ে। উৎকৃষ্ট ময়দার রুটি, মধু আর জলপাই তেল ছিল তোমার খাদ্যের উপকরণ। অনন্যা রূপসী তিলোত্তমা তুমি রাণীর মর্যাদায় ভূষিতা হলে।


তাঁর অনুগ্রহ বিনা কে পারে জীবন উপভোগ করতে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন