Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ইদ্দোর পুত্র অহিনাদব: মহনায়িম অঞ্চল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 ইদ্দোরের পুত্র অহীনাদব ছিলেন মহনয়িমের শাসক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:14
7 ক্রস রেফারেন্স  

দাউদ মহনায়িমে আসার পর আম্মোন দেশের রব্বা শহরনিবাসী নাহশের পুত্র শোবি, লো-দেবারের আম্মিয়েলের পুত্র মাখীব এবং গিলিয়দ দেশের রোগেলিম নিবাসী বর্সিল্লয়ের সঙ্গে দাউদের দেখা হল।


দাউদ মহনায়িমে গিয়ে পৌঁছালেন ইতিমধ্যে অবশালোম সমস্ত ইসরায়েলীদের নিয়ে জর্ডন নদী পার হয়ে এপারে এল।


ওদিকে শৌলের সেনাপতি নেবের পুত্র অবনের শৌলের পুত্র ইসবোশেথকে নিয়ে জর্ডনের ওপারে মহনায়িমে পালিয়ে গেলেন।


হিষবোন থেকে রামোৎ-মিস্‌পি ও বেটোনিম, মহনায়িম থেকে দবীর অঞ্চল


তাঁদের দেখে যাকোব বললেন, এঁরা ঈশ্বরের বাহিনী। তাই তিনি সেই স্থানের নাম রাকলেন মহনায়িম (দুই বাহিনী)।


গাদ গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গিলিয়দ প্রদেশের অভয়পুরী রামোৎ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন