Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শলোমন সমগ্র ইসরায়েল জাতির রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 বাদশাহ্‌ সোলায়মান সমগ্র ইসরাইলে রাজত্ব করতেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 অতএব রাজা শলোমন সমস্ত ইস্রায়েল জুড়ে রাজত্ব করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 শলোমন রাজা সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 সমগ্র ইস্রায়েলের লোকের শাসনকর্তা ছিলেন রাজা শলোমন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 রাজা শলোমন পুরো ইস্রায়েলের উপর রাজত্ব করতেন।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:1
14 ক্রস রেফারেন্স  

আমি, উপদেশক, রাজধানী জেরুশালেম থেকে ইসরায়েলীদের উপর রাজত্ব করেছি।


শলোমন জেরুশালেমে চল্লিশ বৎসর সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করেন।


যুদ্ধের জন্য প্রস্তুত এই সৈনিকেরা দাউদকে ইসরায়েলীদের রাজপদে প্রতিষ্ঠিত করার দৃঢ় সঙ্কল্প নিয়ে হিব্রোণে গেলেন। বাকী সমস্ত ইসরায়েলীও দাউদকে তাদের রাজা করার জন্য ঐক্যবদ্ধ হল।


তবে গোটা রাজ্য অবশ্য কেড়ে নেব না, আমর দাস দাউদ ও আমার মনোনীত নগরী জেরুশালেমের মুখ চেয়ে একটি গোষ্ঠীর কর্তৃত্ব তাকে দেব।


হিব্রোণ থেকে তিনি যিহুদীয়া শাসন করেন সাত বছর ছয় মাস এবং জেরুশালেম থেকে সমগ্র ইসরায়েল ও যিহুদীয়ার উপর রাজত্ব করেন তেত্রিশ বছর।


রাজা শলোমনের এই সুবিচারের কথা শুনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধায় ইসরায়েলীদের মন ভরে গেল। তারা বুঝল যে ন্যায়বিচার করার জন্য ঈশ্বর তাঁকে প্রজ্ঞা দান করেছেন।


নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন তাঁর উচ্চপদস্থ কর্মচারী:


রাজা রহবিয়াম তাঁর পিতা শলোমনের আমলের প্রবীণ অমাত্যদের কাছে পরামর্শ চাইলেন,এদের আমি কি উত্তর দেব? আপনাদের মতামত কি?


দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর শাসন শৃঙ্খলায় প্রজারা ন্যায় ও সুবিচার পেতে লাগল।


যোয়াব ছিলেন ইসরায়েলের প্রধান সেনাপতি। যিহোয়াদার পুত্র বনায় ছিলেন দাউদের দেহরক্ষীদের প্রধান,


শলোমন গিবিয়োনের পীঠস্থান (যেখানে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবির ছিল) থেকে জেরুশালেমে ফিরে গেলেন। সেখান থেকে তিনি ইসরায়েলীদের শাসনকার্য় পরিচালনা করতে লাগলেন।


এই রকম বিবাহের দরুণই ইসরায়েলের রাজা শলোমন কি পাপ করেননি? বহু জাতির মধ্যেও তাঁর তুল্য রাজা ছিল না। তিনি তাঁর ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন, সমগ্র ইসরায়েলের উপর ঈশ্বর তাঁকে রাজা করেছিলেন, তবু তিনিও বিদেশিনী নারীর দ্বারা পাপে প্রলুব্ধ হয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন