Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 3:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 শলোমন বললেন, তুমি তোমার দাস, আমার পিতা দাউদের প্রতি সুমহান অবিচল ভালবাসা দেখিয়েছ। তিনি তোমার অনুগত হয়ে বিশ্বস্ত, সৎ ও সরল ভাবে জীবন যাপন করেছেন এবং তুমিও চিরদিন অকুন্ঠভাবে তাঁকে ভালবেসেছ। তাঁর সিংহাসনের উত্তরাধিকারীরূপে তাঁকে একটি পুত্র সন্তানও দিয়েছ যে এখন রাজত্ব করছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সোলায়মান বললেন, তোমার গোলাম আমার পিতা দাউদ বিশ্বস্ততায়, ধার্মিকতায় ও তোমার উদ্দেশে হৃদয়ের সরলতায় তোমার সাক্ষাতে যেমন চলতেন, তুমি তাঁর প্রতি তদনুরূপ অটল মহব্বত দেখিয়েছ, আর তাঁর প্রতি এই অটল মহব্বত প্রকাশ করেছ যে তাঁর সিংহাসনে বসবার জন্য একটি পুত্র তাঁকে দিয়েছ, যেমন আজ রয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 শলোমন উত্তর দিলেন, “তুমি তো তোমার দাস, আমার বাবা দাউদের প্রতি অসাধারণ দয়া দেখিয়েছো, যেহেতু তিনি তোমার প্রতি বিশ্বস্ত এবং অন্তরে ন্যায়পরায়ণ ও সৎ ছিলেন। তুমি তাঁর প্রতি এই অসাধারণ দয়া দেখিয়েই গিয়েছ ও ঠিক এই দিনটিতেই তাঁর সিংহাসনে বসার জন্য তাঁকে এক ছেলে দিয়েছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 শলোমন কহিলেন, তোমার দাস আমার পিতা দায়ূদ সত্যে, ধার্ম্মিকতায় ও তোমার উদ্দেশে হৃদয়ের সরলতায় তোমার সাক্ষাতে যেমন চলিতেন, তুমি তাঁহার প্রতি তদনুরূপ মহাদয়া প্রদর্শন করিয়াছ, আর তাঁহার প্রতি এই মহাদয়া করিয়াছ যে, তাঁহার সিংহাসনে বসিবার জন্য এক পুত্র তাঁহাকে দিয়াছ, যেমন অদ্য রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তখন শলোমন তাঁকে বললেন, “হে প্রভু আমি আপনার সেবক, আমার পিতা দায়ূদের প্রতি আপনি অসীম করুণা প্রদর্শন করেছেন। তিনি সৎ‌ ও সত্য পথে আপনার নির্দেশ মেনে চলেছিলেন, তাই আপনি তাঁর নিজের পুত্রকে তাঁরই সিংহাসনে বসে রাজ্য শাসন করতে দিয়ে, তাঁর প্রতি আপনার করুণা ও দয়া প্রদর্শন করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 উত্তরে শলোমন বললেন, “তোমার দাস আমার বাবা দায়ূদকে তুমি অনেক বিশ্বস্ততা দেখিয়েছ, কারণ তিনি তোমার প্রতি বিশ্বস্ত ছিলেন এবং খাঁটি ও সৎ ছিলেন। আজ তাঁর সিংহাসনে বসবার জন্য তুমি তাঁকে একটি ছেলে দিয়েছ এবং এই ভাবে তোমার সেই সীমাহীন বিশ্বস্ততা তাঁকে দেখিয়ে যাচ্ছ।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 3:6
24 ক্রস রেফারেন্স  

তোমার পিতা দাউদ যে ভাবে চলত তুমিও যদি সেইভাবে চল, একনিষ্ঠভাবে ন্যায়পথে থেকে আমার সমস্ত আদেশ পালন কর। আমার বিধান ও অনুশাসন মেনে চল


বললেন, ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর! আজ তিনি আমার সিংহাসনে আমারই এক বংশধরকে বসালেন, আমার এ দুটি নয়ন তা দেখে সার্থক হল।


এইভাবে তোমরা যাতে সর্বদা উদারহস্তে দান করতে পার তার জন্য তোমাদের সর্বপ্রকারে সমৃদ্ধ করা হবে। আমাদের হাত দিয়ে তোমাদের এই দান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা নিবেদনে পরিণত হবে।


যদি তুমি তাঁর বাধ্য হয়ে চল, তাহলে প্রভু পরমেশ্বর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করবেন। তিনি আমায় বলেছিলেন, তোমার বংশধরেরা যতদিন মনে প্রাণে আমার অনুগত ও বিশ্বস্ত থাকবে, যতদিন আমার অনুশাসন সতর্কভাবে পালন করবে ততদিন ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার লোকের অভাব হবে না।


তাই আমি এই ভ্রাতাদের আমার আগে করিন্থে তোমাদের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা উচিত মনে করলাম যেন তাঁরা সেখানে গেলেই তোমাদের প্রতিশ্রুত দান তাঁদের হাতে তুলে দিতে পার। তাহলে আমি গেলে তোমাদের সংগৃহীত দান আমি গ্রহণ করব। এ দান স্বতঃস্ফূর্ত, বাধ্যতামূলক নয়।


তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি, পালন করতে পারি তোমার উপদেশ।


শান্ত হও হে আমার প্রাণ, কেননা প্রভু পরমেশ্বর করেছেন তোমার অশেষ কল্যাণ।


অনিন্দ্য যার আচরণ, ন্যায়সঙ্গত যার সকল কর্ম, যথার্থই যে সত্যভাষী,


হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।


যাও, আমার দাস দাউদকে গিয়ে বল, প্রভু বলেছেন, আমার মন্দির যে নির্মাণ করবে সেই জন তুমি নও।


কিন্তু আমার দাস মোশি তেমন নয়, আমার এই বিশ্ব সংসারে সে-ই আমার একমাত্র বিশ্বাসভাজন ব্যক্তি।


আমি গাইব প্রভুর স্তবগান, তিনি করেছেন আমার অশেষ কল্যাণ।


কারণ দাউদ প্রভুর ইচ্ছা পালন করতেন। একমাত্র হিত্তিয় উরিয়ের ব্যাপার ছাড়া কোনদিন দাউদ তাঁর আদেশ অমান্য করেন নি।


তুমি যদি আমার পথে চল, তোমার পিতা দাউদের মত আমার সমস্ত বিধি নির্দেশ পালন কর, তাহলে আমি তোমাকে দীর্ঘায়ু করব।


শলোমন বললেন, তুমি আমার পিতা দাউদের প্রতি চিরদিন তোমার সুমহান ভালবাসা দেখিয়েছ এবং আজ তাঁর উত্তরাধিকারীরূপে আমাকে রাজা করেছ।


তিনি বললেন, যাঁর অনুগত হয়ে আমি জীবন যাপন করছি সেই প্রভু পরমেশ্বরই তোমার সঙ্গে তাঁর দূত পাঠিয়ে তোমার যাত্রা সফল করবেন। তুমি আমার গোষ্ঠী ও পিতৃকূল থেকে আমার পুত্রের জন্য একটি বধূ সংগ্রহ করে আনতে পারবে।


আমার ন্যায়নিষ্ঠা অনুযায়ী প্রভু পরমেশ্বর পুরস্কার দিলেন আমায়, আমার কলঙ্কহীন হাতদুখানির জন্য আবার আমায় দিলেন প্রতিষ্ঠা।


তাই প্রভু পরমেশ্বর আমার ন্যায়নিষ্ঠার পুরস্কার দিলেন। কারণ তিনি জানেন আমার হাত অমলিন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন