Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 22:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 কিন্তু মিখাইয়া বললেন, সদা জাগ্রত প্রভুর দিব্য, তিনি আমাকে যা প্রত্যাদেশ করবেন, আমি তাই-ই বলব!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 মীখায় বললেন, জীবন্ত মাবুদের কসম, মাবুদ আমাকে যা বলেন, আমি তা-ই বলবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কিন্তু মীখায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, সদাপ্রভু আমাকে যা বলেছেন, আমি তাঁকে শুধু সেকথাই বলতে পারব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 মীখায় কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, সদাপ্রভু আমাকে যাহা বলেন, আমি তাহাই বলিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 কিন্তু মীখায় বলল, “না! আমি প্রতিজ্ঞা করেছি যে ঐশ্বরিক শক্তির বলে প্রভু আমায় দিয়ে যা বলাবেন আমি তাই বলব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 কিন্তু মীখায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে, সদাপ্রভু আমাকে যা বলবেন আমি কেবল সেই কথাই বলব।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 22:14
19 ক্রস রেফারেন্স  

বালাক যদি তাঁর প্রাসাদের সমস্ত সোনা রূপোও আমাকে দান করেন, তা হলেও আমি নিজের ইচ্ছায় ভাল কি মন্দ কোন কিছুর জন্যই প্রভু পরমেশ্বরের নির্দেশ লঙ্ঘন করতে পারব না, তিনি যা বলবেন আমি শুধু সেই কথাই বলব।


বিলিয়ম, বালাকের অমাত্যদের বললেন, বালাক যদি তাঁর ভাণ্ডারের সমস্ত সোনা-রূপোও আমাকে দেন তাহলেও আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর যে নির্দেশ দেবেন তর অন্যথা করতে পারব না।


আমি কার সমর্থন চাইছি, মানুষের না ঈশ্বরের? আমি কি মানুষের তোষামোদ করছি? আমি যদি মানুষকে তুষ্ট করতে চাইতাম তাহলে খ্রীষ্টের দাস হতাম না।


সমস্ত লজ্জাজনক ও গোপনীয় কাজ আমরা পরিহার করি। ঈশ্বরের বাক্য আমরা বিকৃত করি না। কিন্তু প্রকাশ্যে সত্য ঘোষণা করে আমরা ঈশ্বরের সাক্ষাতে মানুষের বিচারবুদ্ধির কাছে নিজেদের সততা প্রমাণ করি।


ঈশ্বরের বাক্যকে মূলধন করে ব্যবসা অনেকেই করছে, আমরা তাদের মত নই। আমরা একনিষ্ঠভাবে ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টের প্রেরণায় প্রচার করি।


আমি বললাম, বেশ, আমি তাহলে আপনাদের কথামত আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করব এবং তিনি যা বলবেন, আপনাদের জানিয়ে দেব, কোন কথা গোপন করব না।


যে সব নবী স্বপ্ন দেখে থাকে, তাদের বলা উচিত, এ শুধু স্বপ্ন। কিন্তু যারা আমার বাণী শুনেছে, বিশ্বস্তভাবে তাদের সেই বাণী ঘোষণা করা উচিত। গমের তুলনায় খড়ের মূল্য কতখানি?


এলিয় বললেন, আমি যাঁর সেবক, সেই সদাজাগ্রত সর্বশক্তিমান পরমেশ্বরের শপথ নিয়ে আমি বলছি, আজ রাজার সঙ্গে আমার দেখা হবেই।


আপনার ঈশ্বর সদা জাগ্রত প্রভুর দিব্য, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে রাজা আপনার খোঁজ করেন নি। যখনই কোন রাজা খবর পাঠিয়েছেন যে আপনি সেখানে নেই, তখনই রাজা আহাব তাঁদের সে সম্বন্ধে শপথ করে বলতে বাধ্য করেছেন।


বিলিয়ম বালাককে বললেন, দেখুন, আমি আপনার কাছে এসেছি, কিন্তু আমার নিজের কোন কথা বলার ক্ষমতা নেই, ঈশ্বর আমার মুখে যে কথা জুগিয়ে দেবেন, তা-ই আমাকে বলতে হবে।


গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।


ইতিমধ্যে যে রাজপুরুষ নবী মিখাইয়াকে আনতে গিয়েছিলেন, তিনি নবীকে বললেন, দেখুন অন্যান্য নবীরা সকলেই একবাক্যে মহারাজের সাফল্যের কথা বলেছেন। দেখবেন, আপনিও তাঁদের সঙ্গে সঙ্গতি রেখে মহারাজের সাফল্যের কাথাই বলবেন।


বিলিয়ম তাঁদের বললেন, আজ রাতে তোমরা এখানেই থাক, প্রভু পরমেশ্বর আমাকে যে নির্দেশ দেবেন তা আমি তোমাদের জানিয়ে দেব। মোয়াবের নেতৃবৃন্দ বিলিয়মের কাছেই থাকলেন।


তখন আমি জেরুশালেমে রাজা সিদিকিয়ের কাছে এই বার্তা পৌঁছে দিলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন