Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 21:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 ইষেবল তখন কতকগুলি চিঠি লিখে তাতে আহাবের জাল সই করে তাঁর সীলমোহর দিয়ে যিষ্‌রিয়েলের সমাজপতি ও মাতব্বরদের কাছে পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পরে সে আহাবের নাম করে কয়েকটি পত্র লিখে তাঁর মুদ্রায় মুদ্রাঙ্কিত করলো, আর নাবোতের প্রতিবেশীদের, তাঁর বসতি-নগরের প্রাচীন ও প্রধান লোকদের কাছে সেসব পত্র প্রেরণ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এই বলে, আহাবের নাম করে সে কয়েকটি চিঠি লিখে, সেগুলিতে রাজার সিলমোহর দিয়ে নাবোতের নগরে তাঁর সাথে বসবাসকারী প্রাচীনদের ও অভিজাত পুরুষদের কাছে সেই চিঠিগুলি পাঠিয়ে দিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরে সে আহাবের নাম করিয়া কতকগুলি পত্র লিখিয়া তাঁহার মুদ্রায় মুদ্রাঙ্কিত করিল, আর নাবোতের প্রতিবাসিগণের, তাঁহার বসতি-নগরের প্রাচীন ও প্রধান লোকদের, নিকটে সেই সকল পত্র প্রেরণ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 এরপর ঈষেবল আহাবের সীলমোহর দিয়ে তাঁর বকলমে কয়েকটা চিঠি লিখে নাবোত যে শহরে বাস করত সেখানকার প্রবীণদের পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 পরে ঈষেবল আহাবের নাম করে কতগুলো চিঠি লিখে সেগুলোর উপর আহাবের সীলমোহর দিলেন এবং নাবোতের শহরে বাসকারী প্রাচীনদের কাছে ও গণ্যমান্য লোকদের কাছে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 21:8
18 ক্রস রেফারেন্স  

তারপর পঞ্চমবার সনবল্লট তার সহকারীকে একই বার্তা দিয়ে আমার কাছে পাঠাল। তার হাতে একটি খোলা চিঠি ছিল।


পত্রখানির মূল বক্তব্য: ‘মহামহিম সম্রাট অর্তক্ষস্ত সমীপে তাঁর সেবকবৃন্দ, ইউফ্রেটিসের পশ্চিম প্রদেশের জনগণের পক্ষ থেকে–—


সম্রাটের লেখা চিঠিতে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অপমানজনক কথা লেখা ছিল। তাতে লেখা ছিল: অন্যান জাতির দেবতারা আমার হাত থেকে তাদের ভক্তদের রক্ষা করতে পারে নি, হিষ্কিয়ের আরাধ্য ঈশ্বরও আমার হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে পারবে না।


তারপর যেহু যিষ্‌রিয়েলে আহাবের যত আত্মীয়-স্বজন বাস করত তাদের সবাইকে হত্যা করলেন। আহাবকুল নিশ্চিহ্ন হল, আহাবের সমস্ত কর্মচারী, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, যাজক—পুরোহিত—কাউকে বাকী রাখলেন না।


যিষ্‌রিয়েল রাজা আহাবের প্রাসাদের কাছে নাবোত নামে একটি লোকের একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল।


ইসরায়েলরাজ তখন দেশের প্রধান নেতাদের ডেকে বললেন, দেখুন, এই লোকটি আমাদের ধ্বংস করতে চায়। সে আমার স্ত্রী-পুত্র সোনা-রূপো দাবী করেছিল। আমি তার দাবী মেনে নিয়েছি।


তখন প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, ইসরায়েলীদের মধ্যে প্রবীণ ও নেতৃস্থানীয় বলে যাদের তুমি জানো তাদের মধ্য থেকে সত্তর জনকে সংগ্রহ কর এবং সম্মিলন শিবিরের দ্বারে তাদের উপস্থিত কর। তারা সেখানে তোমার সঙ্গে এসে দাঁড়াক।


তখন তারা গিয়ে সমাধির প্রস্তরখানির উপর সীলমোহর করে প্রহরী বসিয়ে সমাধিকে সুরক্ষিত করল।


তারপর বোয়স নগরের দশজন নেতৃস্থানীয় ব্যক্তিকে ডেকে এনে বসালেন।


চিঠিতে লেখা ছিল: তোমরা একটি উপবাসের দিন ঘোষণা কর এবং প্রজাদের এক জায়গায় একত্র কর। সেই প্রজা সমাবেশে নাবোতকে একটি সম্মানিত আসনে বসাও।


নেতৃস্থানীয়েরা এবং অন্যেরা বললেন, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। প্রভু পরমেশ্বর আপনার স্ত্রীকে রাহেল ও লেয়ার তুল্য করুন, তাঁরাই যাকোবের কুলের নির্মাতা। ইফ্রাথায় আপনার ঐশ্বর্য বৃদ্ধি পাক আর বেথলেহেমে আপনার সুখ্যাতির বিস্তার হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন