Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 2:38 - পবিএ বাইবেল CL Bible (BSI)

38 শিমিয়ি রাজাকে বলল, মহারাজ ভাল কথাই বলেছেন। আপনার দাস আপনার আদেশ পালন করবে। তারপর জেরুশালেমে শিমিয়ির অনেকদিন কেটে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 তাতে শিমিয়ি বাদশাহ্‌কে বললো, এই কথা ভাল; আমার মালিক বাদশাহ্‌ যেমন বললেন, আপনার এই গোলাম তা-ই করবে। পরে শিমিয়ি অনেক দিন পর্যন্ত জেরুশালেমে বাস করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 শিমিয়ি রাজাকে উত্তর দিয়েছিল, “আপনি যা বলেছেন, ভালোই বলেছেন। আমার প্রভু মহারাজ যা বলেছেন, আপনার দাস তাই করবে।” আর শিমিয়ি বেশ কিছুকাল জেরুশালেমে থেকে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 তাহাতে শিমিয়ি রাজাকে কহিল, এ কথা ভাল; আমার প্রভু মহারাজ যেমন কহিলেন, আপনার এই দাস সেইরূপই করিবে। পরে শিমিয়ি অনেক দিন পর্য্যন্ত যিরূশালেমে বাস করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 শিমিয়ি একথায় সম্মতি জানিয়ে বলল, “ঠিক আছে মহারাজ, আমি আপনার নির্দেশ মেনেই চলবো।” তাঁর কথা মতো এরপর দীর্ঘদিন শিমিয়ি জেরুশালেমেই বাস করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 উত্তরে শিমিয়ি রাজাকে বললেন, “আপনি ভালই বলেছেন। আমার মনিব মহারাজ যা বললেন আপনার দাস তাই করবে।” এর পর শিমিয়ি অনেক দিন যিরূশালেমে থাকল।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 2:38
5 ক্রস রেফারেন্স  

রাজা বুঝলেন, তাঁর আমলে রাজ্যে শান্তি ও নিরাপত্তা অটুট থাকবে। তাই তিনি বললেন, পরমেশ্বরের যে বার্তা আপনি আমাকে জানালেন, তা ভালই।


আহাব বললেন, আমার প্রভু, মহারাজকে বল যে আমি রাজী। আমি নিজেকে এবং আমার যথাসর্বস্ব তাঁর হাতে সমর্পণ করছি।


মনে রেখ, যেদিন তুমি কিদ্রোণ ঝরণার ওপারে অন্য কোথাও যাবে, সেইদিনই তোমার মৃত্যুদণ্ড হবে, একথা নিশ্চিত। এর জন্য তুমি নিজেই দায়ী থাকবে।


বছর তিনেক পরে শিমিয়ির দুজন ক্রীতদাস পালিয়ে গিয়ে আশ্রয় নিল গাতের রাজা মাখার পুত্র আকিশের কাছে। শিমিয়ি সংবাদ পেল যে তার ক্রীতদাসেরা গাতে রয়েছে।


তারপর ওরা ওদের দেবতাকে আহ্বান করুক। আমিও আমার পরমেশ্বরকে আহ্বান জানাব। যিনি, আগুন পাঠিয়ে আহ্বানে সাড়া দেবেন, তিনিই প্রকৃত পরমেশ্বর। সকলে সমস্বরে সমর্থন জানিয়ে বলল, ঠিক কথা, তাই হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন