Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 18:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 কিছুদিন পরে, তখনও খরার তৃতীয় বছর চলছে, প্রভু পরমেশ্বর এলিয়কে বললেন, যাও, রাজা আহাবের সঙ্গে দেখা কর। আমি বর্ষা পাঠাচ্ছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 অনেক দিনের পরে, বৃষ্টি না হওয়ার তৃতীয় বছরে, ইলিয়াসের কাছে মাবুদের এই কালাম উপস্থিত হল, তুমি গিয়ে আহাবকে দেখা দাও; পরে আমি ভূতলে বৃষ্টি প্রেরণ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর, তৃতীয় বছরে সদাপ্রভুর এই বাক্য এলিয়ের কাছে এসেছিল: “যাও, নিজেকে আহাবের সামনে উপস্থিত করো, আর আমি দেশে বৃষ্টি পাঠাব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 অনেক দিনের পর এইরূপ ঘটিল। তৃতীয় বৎসরে এলিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি গিয়া আহাবকে দেখা দেও; পরে আমি ভূতলে বৃষ্টি প্রেরণ করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 একটানা তিন বছর অনাবৃষ্টির পর প্রভু এলিয়কে বললেন, “আমি আবার শীগ্গিরই বৃষ্টি পাঠাবো। যাও গিয়ে রাজা আহাবের সঙ্গে দেখা করো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 এর অনেক দিন পরে, বৃষ্টি না হওয়ার তৃতীয় বছরের দিন সদাপ্রভু থেকে এলিয়ের জন্য এই বাক্য এলো, “তুমি গিয়ে আহাবকে দেখা দাও। পরে আমি দেশে বৃষ্টি পাঠিয়ে দিচ্ছি।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 18:1
18 ক্রস রেফারেন্স  

আমার এ কথা সত্য যে, এলিয়ের সময়ে সাড়ে তিন বৎসর অনাবৃষ্টির ফলে সমস্ত দেশ জুড়ে যখন ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল।


এলিয় আমাদেরই মত মানুষ ছিলেন। কিন্তু তিনি একাগ্রচিত্তে প্রার্থনা করলেন যেন বৃষ্টি হয়নি।


গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।


তিনি তাঁর ঐশ্বর্যভাণ্ডার স্বরূপ আকাশ উন্মুক্ত করে যথাসময়ে তোমাদের দেশে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সর্বপ্রকার কৃষিকর্মে আশীর্বাদ দান করবেন। অনেক জাতিকে তোমরা ঋণ দেবে, কিন্তু তোমাদের ঋণ নিতে হবে না।


এলিয় রওনা হলেন। তখন দুর্ভিক্ষে শমরিয়ার অবস্থা চরমে।


হে সিয়োনের অধিবাসী আনন্দ কর, তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের জন্য যা করেছেন, তার জন্য উল্লসিত হও। তোমাদের রক্ষা করার জন্য তিনি পর্যাপ্ত বর্ষা দিয়েছেন, মরশুমের প্রথমে ও শেষে আগের মতই বৃষ্টি হয়েছে।


তাহলে আমি যথাকালে বৃষ্টি দান করব এবং তার ফলে ভূমি শস্য উৎপাদন করবে এবং দেশের বৃক্ষরাজি ফল দান করবে।


তাঁদের দিব্যোক্তির দিনগুলিতে যাতে বৃষ্টি না হয় তার জন্য আকাশ রুদ্ধ করার ক্ষমতা তাঁদের থাকবে। জলকে রক্তে পরিণত করার জন্য বারিরাশির উপরে তাঁদের ক্ষমতা দেওয়া হয়েছে। পৃথিবীকে ইচ্ছামত বিভিন্ন ধরণের আঘাত হেনেন নিপীড়ন করার ক্ষমতাও তাঁদের আছে।


ফসল পাকার তিন মাস আগে আমি তোমাদের দেশে বৃষ্টি রোধ করলাম, এক নগরে অতিবর্ষণ, অন্য নগরে অনাবৃষ্টি দিলাম, কত ক্ষেত হল প্লাবিত, কোনটি বাখরায় গেল শুকিয়ে।


জাতিবর্গের পূজিত কোনও অসার প্রতিমা বর্ষা পাঠাতে পারে না, নিজে থেকে আকাশ পারে না ঝরাতে বৃষ্টি। আমরা তোমারই উপর বিশ্বাস করেছি স্থাপন হে প্রভু পরমেশ্বর, কারণ এইসব কাজ যিনি পারেন করতে, প্রভু তুমিই সেই জন।


তাঁরই আদেশে গর্জন করে অন্তরীক্ষের জলধি, পৃথিবীর প্রান্ত থেকে আনয়ন করেন তিনি মেঘপুঞ্জ, বর্ষণকালে তিনিই সৃষ্টি করেন বিদ্যুৎ চমক, প্রেরণ করেন তিনি বায়ুর প্রবাহ আপন ভাণ্ডার হতে।


আগাছায় ভরে যাবে সব। দ্রাক্ষালতা ছেঁটে পরিষ্কার করতে বা তার গোড়া খুঁড়তে কাউকে দেব না। তার বদলে, সেখানে শ্যাকুল ও কাঁটাঝোপে ছেয়ে যাবে। মেঘমালাকে আমি দ্রাক্ষাকুঞ্জের উপরে বারি বর্ষণ করতে নিষেধ করব।


বিধবা নারী তখন এলিয়র কথা মত কাজ করল। তারপর থেকে তাদের সকলের অনেক দিন খাবারের অভাব হয়নি।


দেশে বৃষ্টি না হওয়ায় কিছুদিন পরে ঝরণার জলও শুকিয়ে গেল।


কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণ বাদ দাও, তার মাপ নিও না, কারণ ঐ প্রাঙ্গণ অন্যান্য জাতিকে দেওয়া হয়েছে। তারা বিয়াল্লিশ মাস পুণ্য নগরীকে পদদলিত করবে।


তাহলে স্বর্গ থেকে তুমি তাদের নিবেদন শুনো। তুমি রাজার পাপ এবং ইসরায়েলী প্রজাদের পাপ ক্ষমা করো। তাদের সৎপথে চলতে শিখাও। তারপর হে প্রভু পরমেশ্বর, তোমার যে দেশের উত্তরাধিকার তুমি তাদের দিয়েছ সেই দেশে তুমি বর্ষণ দান করো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন