Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 16:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বাশার মৃত্যুর পর তির্সাতে তাঁর সমাধি হয়। তারপর তাঁর পুত্র এলা ইসরায়েলের রাজা হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন ও তির্সাতে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র এলা তাঁর পদে বাদশাহ্‌ হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে তির্সায় কবর দেওয়া হল। তাঁর ছেলে এলা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে বাশা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, ও তির্সাতে কবরপ্রাপ্ত হইলেন; এবং তাঁহার পুত্র এলা তাঁহার পদে রাজা হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 বাশার মৃত্যুর পর তাঁকে তির্সাতে সমাধিস্থ করা হল। এরপর তাঁর পুত্র এলা নতুন রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন ও তির্সায় তাঁকে কবর দেওয়া হল এবং তাঁর ছেলে এলা তাঁর জায়গায় রাজা হলেন।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 16:6
8 ক্রস রেফারেন্স  

যারবিয়ামের স্ত্রী ফিরে গেলেন তির্সাতে। তিনি বাড়ীর দরজায় পা দেওয়া মাত্র তাঁর ছেলেটি মারা গেল।


বাশা এই সংবাদ পেয়ে রামায় দুর্গনগরী নির্মাণের কাজ বন্ধ করে তির্সায় গিয়ে বাস করতে লাগলেন।


যিহুদীয়ার রাজা আসার রাজত্বের ছাব্বিশতম বছরে বাশার পুত্র এলা ইসরায়েলের রাজা হেলন। তির্সা ছিল তাঁর রাজধানী। রাজত্ব করলেন মাত্র দুবছর।


যিহুদীয়ার রাজা আসার রাজত্বকালের দ্বিতীয় বছরে রাজা যারবিয়ামের পুত্র নাদাব ইসরায়েলের রাজা হন। তিনি মাত্র দু বছর রাজত্ব করেন।


যারবিয়াম বাইশ বছর রাজত্ব করেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র নাদাব রাজা হলেন।


যিহুদীয়ার রাজা আসার সঙ্গে ইসরায়েলরাজ বাশার সারাটি জীবনকাল যুদ্ধবিগ্রহ চলেছিল।


আম্রির মৃত্যু হলে তাঁকে শমরিয়াতে সমাধি দেওয়া হল এবং তাঁর পুত্র আহাব রাজা হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন