১ রাজাবলি 16:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)34 তাঁর আমলে বেথেলনিবাসী হিয়েল নামে এক ব্যক্তি যিরিহো নগর পুননির্মাণ করেছিলেন। নূনের পুত্র যিহোশূয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বর যা বলেছিলেন সেই অনুযায়ী ঐ নগরের ভিত্তি স্থাপনের সময় হিয়েলের বড় ছেলে অবীরাম মারা যায় এবং নগরের তোরণ তৈরী করার সময় তার ছোট ছেলে সেগুব মারা যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তাঁর সময়ে বৈথেলীয় হীয়েল জেরিকো নগর নির্মাণ করলো; তাতে মাবুদ নূনের পুত্র ইউসার দ্বারা যে কালাম বলেছিলেন, সেই অনুসারে তাকে ভিত্তিমূল স্থাপনের দণ্ডস্বরূপ নিজের জ্যেষ্ঠ পুত্র অবীরামকে এবং দ্বার স্থাপনের দণ্ডস্বরূপ নিজের কনিষ্ঠ পুত্র সগূবের প্রাণ দিতে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 আহাবের রাজত্বকালে, বেথেলের হীয়েল যিরীহো নগরটির পুনর্নির্মাণ করল। সদাপ্রভু, নূনের ছেলে যিহোশূয়ের মাধ্যমে যা বললেন, সেই কথানুসারে নগরটির ভিত্তি গাঁথার জন্য হীয়েলকে তার প্রথমজাত ছেলে অবীরামকে হারাতে হল, এবং ছোটো ছেলে সগূবকে বিসর্জন দিয়ে তিনি ফটকগুলি খাড়া করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তাঁহার সময়ে বৈথেলীয় হীয়েল যিরীহো নগর নির্ম্মাণ করিল; তাহাতে সদাপ্রভু নূনের পুত্র যিহোশূয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে তাহাকে ভিত্তিমূল স্থাপনের দণ্ডস্বরূপ আপন জ্যেষ্ঠ পুত্র অবীরামকে, এবং কবাট স্থাপনের দণ্ডস্বরূপ আপন কনিষ্ঠ পুত্র সগূবকে দিতে হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 আহাবের শাসন কালে বৈথেলের হীয়েল যিরীহো শহরটি পুনর্নির্মাণ করেছিলেন। এই কাজের ফলস্বরূপ হীয়েল যে সময়ে শহরটি বানানোর কাজ শুরু করেন, সে সময় তাঁর বড় ছেলে অবীরাম মারা যায়। আর শহরের তোরণ বসানোর কাজ শেষ হলে হীয়েলের ছোট ছেলে সগুবেরও মৃত্যু হল। নূনের পুত্র যিহোশূয়ের মাধ্যমে প্রভু যে ভাবে ভাববাণী করেছিলেন ঠিক সে ভাবেই এইসব ঘটেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তাঁর দিনের বৈথেলীয় হীয়েল যিরীহো শহর তৈরী করল; তাতে নূনের ছেলে যিহোশূয়ের মধ্য দিয়ে সদাপ্রভুর বাক্য অনুসারে সেই শহরের ভিত্তি গাঁথার জন্য নিজের বড় ছেলে অবীরামকে প্রাণ দিতে হল এবং তার ফটকের দরজা লাগাবার জন্য তার ছোট ছেলে সগূবকে প্রাণ দিতে হল। অধ্যায় দেখুন |