Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 1:52 - পবিএ বাইবেল CL Bible (BSI)

52 শলোমন বললেন, সে যদি নিজের আনুগত্য প্রমাণ করে, তাহলে তার মাথার একটা চুলও স্পর্শ করা হবে না।আর যদি তা না হয়, তাহলে তার মৃত্যু নিশ্চিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

52 তাতে সোলায়মান বললেন, যদি সে নিজেকে ভদ্রলোক দেখায়, তবে তার একটি কেশও ভূমিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে নাফরমানী পাওয়া যায়, তবে সে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

52 শলোমন উত্তর দিলেন, “সে যদি নিজেকে অনুগত প্রমাণিত করতে পারে, তবে তার মাথার একটি চুলও মাটিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে দুষ্টতা খুঁজে পাওয়া যায়, তবে তাকে মরতেই হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

52 তাহাতে শলোমন কহিলেন, যদি সে আপনাকে ভদ্রলোক দেখায়, তবে তাহার এক কেশও ভূমিতে পতিত হইবে না; কিন্তু যদি তাহার মধ্যে দুষ্টতা পাওয়া যায়, তবে সে মারা পড়িবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

52 তখন শলোমন বললেন, “যদি আদোনিয়র আচার আচরণে প্রমাণ হয় যে সে একজন সৎ‌ ব্যক্তি, আমি প্রতিশ্রুতি করছি আমি ওর মাথার একগাছি চুল পর্যন্ত ছোঁব না। কিন্তু ও যদি গোলমাল সৃষ্টি করে তাহলে ওকে মরতে হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

52 উত্তরে শলোমন বললেন, “সে যদি নিজেকে ভাল লোক হিসাবে দেখাতে পারে তবে তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে মন্দ কিছু পাওয়া যায় তবে সে মরবে।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 1:52
11 ক্রস রেফারেন্স  

কিন্তু জনতা বলল, যিনি আজ ইসরায়েলীদের এমন অদ্ভুতভাবে উদ্ধার করেছেন, সেই যোনাথনকে কি মরতে হবে? কিছুতেই না, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তার মাথার একগাছি চুলও মাটিতে পড়বে না, কারণ তিনি আজ ঈশ্বরের সহায়তাই যুদ্ধ করেছেন। এইভাবে জনতা যোনাথনকে রক্ষা করল। তাঁকে আর মরতে হল না।


সে তখন বলল, মহারাজ, কৃপা করে আপনি আপনার প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, যাতে আমার এক ছেলের প্রতিশোধ নিতে গিয়ে আমার অন্য ছেলেটিকে হত্যা করে অপরাধ না করে। দাউদ বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য কেউ তোমার ছেলের মাথার একটি চুল পর্যন্ত ছুঁতে পারবে না।


সজ্জনের ন্যায়নিষ্ঠা তাকে রক্ষা করে কিন্তু মন্দ আচরণ পাপীর পতন ঘটায়।


যিনি ধর্মময় তিনি দুর্জনের গৃহের প্রতি লক্ষ্য রাখেন, তিনিই দুষ্টকে ধ্বংস করেন।


অন্ধকারের দেশ থেকে উদ্ধার পাবার আশা তার নেই। তাকে হত্যা করার জন্য খড়্গ উদ্যত হয়ে রয়েছে,


তাই আমার অনুরোধ, এবার কিছু খান। প্রাণ বংআচানোর জন্য আপনাদের কিছু খাওয়া দরকার। মনে রাখবেন, আপনাদের মাথার একটি চুলেরও ক্ষতি হবে না।


কিন্তু তোমাদের মাথার একটি চুলও ক্ষতিগ্রস্ত হবে না।


এমন কি, তোমাদের প্রত্যেকের মাথার চুলেরও হিসাব রয়েছে।


শলোমনকে খবর দেওয়া হল যে আদোনিয় রাজা শলোমনের ভয়ে বেদীর চূড়া ধরে আছে।সে বলছে রাজা শলোমন আগে শপথ করে বলুন যে আমায় হত্যা করবেন না।


রাজা শলোমন লোক পাঠিয়ে তাকে বেদীর কাছ থেকে ডেকে আনলেন। আদোনিয় আভূমি নত হয়ে রাজা শলোমনকে প্রণাম করল। শলোমন তাকে বললেন, যাও, নিজের ঘরে যাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন