১ রাজাবলি 1:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)41 আদোনিয় ও তার নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া প্রায় সাঙ্গ, এমন সময় তারা সেই জয়ধ্বনির আওয়াজ শুনতে পেল। তারপর আবার তুরীধ্বনি শুনে যোয়াব বলল, কি ব্যাপার! শহরে এত গোলমাল কিসের? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 তখন আদোনিয় ও তার সঙ্গে যারা দাওয়াত পেয়েছিল তারা খাওয়া-দাওয়া শেষ করা মাত্র সেই ধ্বনি শুনতে পেল। আর যোয়াব তূরীধ্বনি শুনে বললেন, নগরে এত কলরব কেন হচ্ছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 আদোনিয় ও তার সঙ্গে থাকা সব অতিথি ভোজসভার ভোজনপান প্রায় শেষ করে এসেছে, এমন সময় তারা সেই শব্দ শুনতে পেয়েছিল। শিঙার শব্দ শুনতে পেয়ে যোয়াব জিজ্ঞাসা করলেন, “নগরে কী এত চিৎকার-চেঁচামেচি হচ্ছে?” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তখন আদোনিয় ও তাহার সঙ্গী নিমন্ত্রিত লোকেরা ভোজন সাঙ্গ করিবামাত্র সেই ধ্বনি শুনিল। আর যোয়াব তূরীধ্বনি শুনিয়া কহিলেন, নগরে এত কলরব কেন হইতেছে? তিনি এই কথা কহিতেছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 এদিকে আদোনিয় ও তাঁর অতিথিরা তখন সবেমাত্র ভোজনপর্ব শেষ করেছে। হঠাৎ তারা সবাই শিঙার শব্দ শুনতে পেল। যোয়াব বলল, “কিসের শব্দ হচ্ছে? শহরে এতো হৈ চৈ কিসের?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 সেই দিন আদোনিয় ও সমস্ত নিমন্ত্রিত লোকেরা খাওয়ার শেষের দিকে সেই শব্দ শুনল। তূরীর আওয়াজ শুনে যোয়াব জিজ্ঞাসা করল, “শহরে এই সব গোলমাল হচ্ছে কেন?” অধ্যায় দেখুন |