| ১ রাজাবলি 1:39 - পবিএ বাইবেল CL Bible (BSI)39 সাদোক পরমেশ্বরের আবাস তাম্বু থেকে (জলপাই) তেলের পাত্র (শিং) সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই তেল দিয়ে তিনি শলোমনকে অভিষেক করলেন। সঙ্গে সঙ্গে তাঁরা তুরীধ্বনি করলেন এবং সেখানে সমবেত সকলে জয়ধ্বনি করে চীৎকার করে উঠল “মহারাজ শলোমন দীর্ঘজীবি হোন’’!অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 পরে সাদোক ইমাম (পবিত্র) তাঁবুর মধ্য থেকে তেলের শিংগাটি নিয়ে সোলায়মানকে অভিষেক করলেন; আর তূরী বাজালে সমস্ত লোক বললো, বাদশাহ্ সোলায়মান চিরজীবী হোন!অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ39 যাজক সাদোক পবিত্র তাঁবু থেকে তেলের সেই শিং নিয়ে এসে শলোমনকে অভিষিক্ত করলেন। পরে তারা শিঙা বাজিয়েছিলেন ও সব লোকজন চিৎকার করে উঠেছিল, “রাজা শলোমন দীর্ঘজীবী হোন!”অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)39 পরে সাদোক যাজক [পবিত্র] তাম্বুর মধ্য হইতে তৈলের শৃঙ্গটী লইয়া শলোমনকে অভিষেক করিলেন; আর তূরী বাজাইলে সমস্ত লোক কহিল, রাজা শলোমন চিরজীবী হউন।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল39 যাজক সাদোক পবিত্র তাঁবুর থেকে তৈলাধারটি নিজে বহন করে নিয়ে গিয়ে শলোমনের মাথায় প্রথামতো খানিক তেল ছিটিয়ে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করল। তখন চতুর্দিকে শিঙা বেজে উঠল এবং চারপাশ থেকে সমস্ত লোকরা চিৎকার করে উঠল, “মহারাজ শলোমন দীর্ঘজীবি হোন!”অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 যাজক সাদোক পবিত্র তাঁবু থেকে তেলের শিঙ্গাটা নিয়ে এসে শলোমনকে অভিষেক করলেন। তারপর তাঁরা তূরী বাজালেন এবং সমস্ত লোকেরা চিৎকার করে বলল, “রাজা শলোমন চিরজীবী হোন।”অধ্যায় দেখুন | 
দেখলেন, নতুন রাজা মন্দিরের প্রবেশ পথে প্রথা অনুযায়ী মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন। তাঁকে ঘিরে আছে সেনানায়কেরা ও তুরী বাদকেরা এবং সমগ্র জনতা হর্ষধ্বনির করছে ও তুরী বাজাচ্ছে। মন্দিরের গায়কদল তাদের যন্ত্র সঙ্গীতে উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে। রাণী অথলিয়া তখন নিজের পোষাক ছিঁড়ে চেঁচিয়ে উঠলেন,বিদ্রোহ! ঘোর বিদ্রোহ!