Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 1:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 বৎশেবা সাষ্টাঙ্গে প্রণাম করে রাজাকে বললেন, আমার প্রভু মহারাজ চিরজীবি হোন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 তখন বৎশেবা আনত মাথায়, ভূমিতে মুখ দিয়ে বাদশাহ্‌র কাছে ভূমিতে উবুড় হয়ে বললেন; আমার মালিক বাদশাহ্‌ দাউদ চিরজীবী হোন!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 তখন বৎশেবা মাটিতে উবুড় হয়ে রাজামশাইকে প্রণাম করে বললেন, “আমার প্রভু মহারাজ দাউদ, চিরজীবী হোন!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 তখন বৎশেবা মস্তক নমন করিয়া, ভূমিতে মুখ দিয়া, রাজার কাছে প্রণিপাত করিয়া কহিলেন, আমার প্রভু দায়ূদ রাজা নিত্যজীবী হউন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 তখন বৎ‌শেবা রাজার সামনে ভূমিষ্ঠ হয়ে বললেন, “রাজা দায়ূদ দীর্ঘজীবী হোন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 তখন বৎশেবা মাটিতে উপুড় হয়ে প্রণাম করে রাজাকে বললেন, “আমার প্রভু মহারাজ দায়ূদ চিরজীবী হোন।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 1:31
14 ক্রস রেফারেন্স  

রাজা ও অমাত্যদের ভয়ার্ত চীৎকার রাজমাতার কানে গেল। ভোজ সভাকক্ষে এসে উপস্থিত হলেন তিনি। বললেন, মহারাজ, চিরজীবী হোন! ভয়ে বিহ্বল হবার কোন কারণ নেই, মনে সাহস আনুন।


তারা রাজা নেবুকাডনেজারের কাছে এসে বলল, মহারাজ চিরজীবী হোন!


তাঁরা অরামীয় ভাষায় উত্তর দিলেনঃ মহারাজ চিরজীবী হোন। আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন, আমরা আপনার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করে দেব।


তাছাড়াও আমাদের পার্থিব পিতা, যাঁরা মাদের শাসন করেন, তাঁদের যদি আমরা সম্মান করি, তাহলে যিনি আধ্যাত্মিক পিতা, আমরা কি আরও বেশী মর্যাদায় তাঁকে মান্য করে জীবন লাভ করব না?


অবশেষে তিনি নিজের ছেলেকে পাঠালেন। তিনি ভাবলেন, তারা অন্তত আমার ছেলেকে সম্মান করবে।


দানিয়েল উত্তর দিলেন, মহারাজ চিরজীবী হোন!


তাঁরা গেলেন রাজার কাছে। বললেন, মহারাজ দারাউস চিরজীবী হোন!


রাজা তাঁর সমস্ত রাজকর্মচারীকে আদেশ দিলেন যেন তারা সব সময় হামানকে নত হয়ে প্রণিপাত করে শ্রদ্ধা জানায়। সকলেই রাজার আদেশ অনুসারে নত হয়ে হামানকে প্রণিপাত করতেন। কিন্তু মর্দখয় নত হলেন না, প্রণামও করলেন না।


আমি রাজাকে বললাম, রাজন্‌, চিরজীবী হোন! কিন্তু যেখানে আমার পিতৃপুরুষদের সমাধিস্থান আছে সেই নগরী যদি বিনষ্ট হয় এবং তার সিংহদ্বারগুলি যদি অগ্নি গ্রাস করে তাহলে আমার মুখ কেন বিষণ্ণ হবে না?


কারণ সে আজ প্রচুর বৃষ,হৃষ্টপুষ্ট বাছুর ও মেষ বলি দিয়েছে এবং আপনার পুত্রদের সবাইকে,আপনার সেনাপতি যোয়াব ও পুরোহিত অবিয়াথারকে নিমন্ত্রণ করেছ! সেখানে সকলে ভোজের আনন্দে মত্ত হয়েছে এবং “রাজা আদোনিয় দীর্ঘজীবি হোন” বলে জয়ধ্বনি দিচ্ছে।


শৌলের পৌত্র, যোনাথনের পুত্র দাউদের কাছে এসে পরম শ্রদ্ধায় উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন। দাউদ বললেন, মফিবোশত! তিনি বললেন, যে আজ্ঞে মহারাজ! আমি আপনার দাস।


একথা তোমাদের সকলের প্রতি প্রযোজ্য। প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে নিজের মত ভালবাসা এবং প্রত্যেক স্ত্রীরও উচিত তার স্বামীকে শ্রদ্ধা কর।


পরে দাউদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং পিছন দিক থেকে শৌলকে ডেকে বললেন, হে রাজন, আমার প্রভু!-ডাক শুনে শৌল পিছন ফিরে তাকালেন।


ছেলেটি চলে যাওয়ামাত্র দাউদ পাথরের ঢিবির আড়াল থেকে উঠে দাঁড়ালেন এবং মাটিতে উপুড় হয়ে পড়ে তিনবার প্রণিপাত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন