Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 1:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 তাঁরই নামে শপথ করে আমি তোমাকে বলছি যে, তোমায় একদিন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ আমি তা পূর্ণ করব, আমার পরে তোমারই পুত্র শলোমন রাজা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আমার পরে তোমার পুত্র সোলায়মান রাজত্ব করবে, সেই আমার পদে আমার সিংহাসনে বসবে, তোমার কাছে আমি ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের নাম নিয়ে এই যে শপথ করেছি, আজই সেরকম কাজ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তোমার কাছে যে প্রতিজ্ঞাটি করলাম, সেটি আমি অবশ্যই পালন করব: তোমার ছেলে শলোমনই আমার পরে রাজা হবে, আর আমার স্থানে আমার সিংহাসনে সেই বসবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার পদে আমার সিংহাসনে বসিবে, তোমার নিকটে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম লইয়া এই যে শপথ করিয়াছি, অদ্যই তদনুরূপ কর্ম্ম করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 আমি প্রতিশ্রুতি করেছিলাম যে আমার পর তোমার পুত্র শলোমন রাজা হবে। আমি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করব না। তাই আজও বলছি, আমার পরে শলোমনই আমার সিংহাসনে বসবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে যে শপথ আমি তোমার কাছে করেছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে আর সেই আমার জায়গায় সিংহাসনে বসবে।”

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 1:30
7 ক্রস রেফারেন্স  

তিনি বললেন, মহারাজ, আপনি আপনার দাসীর কাছে আপনার প্রভু পরমেশ্বরের নামে শপথ নিয়ে বলেছিলেন, তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে। আমার সিংহাসনে সে বসবে।


তুমি এক্ষুণি রাজা দাউদের কাছে যাও। তাঁকে বল, প্রভু মহারাজ, আপনি কি আপনার দাসীর কাছে শপথ করেন নি যে, আমার পরে তোমার পুত্র রাজা হবে, আমার সিংহাসনে সে বসবে? তাহলে আদোনিয় কি করে রাজা হল?


শলোমন পিতা দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তাঁর রাজত্ব দৃঢ় প্রতিষ্ঠিত হল।


তিনি আমাকে বহু পুত্র দান করেছেন এবং তাদের মধ্যে থেকে তিনি তাঁর রাজ্য ইসরায়েলের শাসন পরিচালনা করার জন্য শলোমনকে মনোনীত করেছেন।


শলোমন তাঁর পিতা দাউদের সিংহাসনে আরোহণ করলেন, যে সিংহাসন প্রভু পরমেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন সার্থক ও সাফল্যমণ্ডিত রাজা। সমগ্র ইসরায়েল জাতি তাঁর আদেশ পালন করত।


পূর্ণ পরিণত বৃদ্ধ বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি প্রভূত ধন-ঐশ্বর্য এবং শ্রদ্ধা-সম্মানের অধিকারি হন। তাঁর পুত্র শলোমন তাঁর উত্তরাধিকারিরূপে রাজা হন।


রাজার আদেশ চূড়ান্ত, কেউ তাঁর কাজের সমালোচনা করতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন