Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 রাজা দাউদ দারুণ বৃদ্ধ হয়ে পড়েছিলেন, অনেক বয়েস হয়েছিল তাঁর। অনেক লেপ কম্বল দিয়ে তাঁর শরীরে ঢেকে দিলেও তাঁর শীত যেত না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 বাদশাহ্‌ দাউদ বৃদ্ধ হয়েছিলেন ও তাঁর অনেক বয়স হয়েছিল এবং লোকেরা তাঁর শরীরে অনেক কাপড় দিলেও তা উষ্ণ হত না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 রাজা দাউদ যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন, তখন এমনকি তাঁর শরীর প্রচুর কাপড় দিয়ে ঢেকে রাখলেও গরম থাকত না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 দায়ূদ রাজা বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছিলেন; এবং লোকেরা তাঁহার গাত্রে অনেক বস্ত্র দিলেও তাহা উষ্ণ হইত না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 রাজা দায়ূদ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাঁর এতো বয়স হয়েছিল যে কোনো মতেই আর তাঁর শরীর উষ্ণ হয় না। এমন কি ভৃত্যরা তাঁর শরীর কম্বল দিয়ে ঢাকা সত্ত্বেও তাঁর শীত আর কাটে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 দায়ূদ রাজা বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল। লোকেরা তাঁর শরীরে অনেক কাপড় দিয়ে ঢেকে দিলেও তা আর গরম হত না।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 1:1
13 ক্রস রেফারেন্স  

আমাদের আয়ু সত্তর বৎসর মাত্র, সবল হলে আশী বৎসরও হতে পারে, কিন্তু সারা জীবন জুড়ে শুধু দুঃখ আর কষ্ট। বড় দ্রুত কেটে যায় বছরগুলি, আমরাও হয়ে যাই নিঃশেষ।


অতিবৃদ্ধ হয়ে গেলে দাউদ এবার পুত্র শলোমনকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন।


তিরিশ বছর বয়সে দাউদ রাজা হন এবং চল্লিশ বছর রাজত্ব করেন।


অব্রাহাম তখন খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন, আর প্রভু পরমেশ্বর সব ব্যাপারেই তাঁকে আশীর্বাদ করেছিলেন।


তাঁদের অনেক বয়স হয়েছিল এবং সারার সন্তান ধারণের ক্ষমতা নিবৃত্ত হয়েছিল। তাই সারা মনে মনে হেসে বললেন,


তাঁদের কোন সন্তান ছিল না কারণ ইলিশাবেত ছিলেন বন্ধ্যা। তাছাড়া তাঁরা দুজনেই খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন।


তারপর তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী তৈরী করালেন এবং তার উপরে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর দেশের জন্য তাঁর এই নিবেদনে তাঁর উপরে প্রসন্ন হলেন। ইসরায়েল দেশ থেকে মহামারী বিদায় নিল।


তাই তাঁর কর্মচারীরা তাঁকে বলল, মহারাজ, আমরা আপনার জন্য একটি কুমারী যুবতী মেয়ে খুঁজে আনি। সে আপনার সেবা শুশ্রূষা করবে এবং আপনার কাছে শুয়ে থাকবে। তার শরীরের উত্তাপে আপনার শীত কেটে যাবে।


বৎশেবা রাজার শোবার ঘরে রাজার কাছে গেলেন। খুবই বৃদ্ধ হয়েছেন রাজা। শূণেম দেশের মেয়ে অবিশগ তাঁর সেবা শুশ্রূষায় রত।


যদি দুজনে একত্রে শোয়, তবে অবশ্যই তারা গরমে থাকে, কিন্তু একা লোক উষ্ণতা পেতে পারে না।


এই সময় যিহোশূয়ের অনেক বয়স হয়েছিল। প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, কিন্তু এ দেশের অনেক অংশই এখনও অধিকার করা হয়নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন