Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ যোহন 4:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 এর দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা —যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আবির্ভূত হয়েছেন সেই আত্মা ঈশ্বর-প্রেরিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 এতে তোমরা আল্লাহ্‌র রূহ্‌কে জানতে পারবে; যে রূহ্‌ ঈসা মসীহ্‌কে মানব দেহে আগত বলে স্বীকার করে, সে আল্লাহ্‌র কাছ থেকে এসেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তোমরা এভাবেই ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে: যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আগমন করেছেন, সে ঈশ্বর থেকে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পার; যে কোন আত্মা যীশু খ্রীষ্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে, সে ঈশ্বর হইতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 এইভাবে তোমরা ঈশ্বরের আত্মাকে চিনতে পারবে। যে কোন আত্মা যীশু খ্রীষ্ট যে রক্ত মাংসের দেহ ধারণ করে এসেছেন বলে স্বীকার করে, সে ঈশ্বরের কাছ থেকে এসেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমরা ঈশ্বরের আত্মাকে এই প্রকারে চিনতে পার যে, প্রত্যেক আত্মা স্বীকার করে যে ঈশ্বর থেকেই যীশু খ্রীষ্ট দেহ রূপে এসেছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ যোহন 4:2
10 ক্রস রেফারেন্স  

সেইজন্য আমি তোমাদের বলছি, ঈশ্বরের আত্মার আবেশে যে চলে সে বলতে পারে না ‘ধিক্‌ যীশু’, এবং পবিত্র আত্মার প্রভাব ছাড়া কেউ বলতে পারে না ‘যীশুই প্রভু’।


সেই বাক্ দেহ ধারণ করলেন। আমাদেরই মাঝে করলেন বসতি। আমরা প্রত্যক্ষ করলাম তাঁর মহিমা, পিতার অনন্য পুত্রের মহিমা-যা করুণা ও সত্যে মণ্ডিত।


একথা কেউ-ই অস্বীকার করতে পারবে না যে আমাদের ধর্মের নিগূঢ়তত্ত্ব কত গভীর। মর্ত্যে মানবরূপে ঘটল লতাঁর আত্মপ্রকাশ, দিব্য আত্মার প্রভাবে তিনি হলেন স্বীকৃত, দূতবৃন্দ প্রত্যক্ষ করল তাঁকে। সর্বজাতির মাঝে কীর্তিত হলেন তিনি, বিশ্বমানবের মাঝে হলেন বন্দিত, দ্যুলোকে উন্নীত হলেন বিপুল গৌরবে।


যে ব্যক্তি বিশ্বাস করে যে যীশুই খ্রীষ্ট, সে ঈশ্বর থেকে জাত। যে পিতাকে ভালবাসে সে তাঁর সন্তানকেও ভালবাসে।


যে আত্মা যীশুকে স্বীকার করে না তা ঈশ্বরের নয়। তা হচ্ছে খ্রীষ্টবৈরীর আত্মা, যার আবির্ভাব সম্পর্কে তোমরা শুনেছ। সে এখন সংসারে উপস্থিত হয়েছে।


পুত্রকে অগ্রাহ্য করে কেউ পিতার পরিচয় লাভ করতে পারে না। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকে জানে। 24 প্রথম যে স্বীকার করে সে পিতাকে জানে।


চিরন্তন যে বাক্‌ ছিল ঈশ্বরের অভিমুখী, আমাদের কাছে প্রকাশিত সেই বাক্‌-এর পরম উপলব্ধি সঞ্জাত সেই জীবনের কথা আমরা তোমাদের কাছে ঘোষণা করছি।


যে একথা স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, তার অন্তরে ঈশ্বর বিরাজ করেন এবং সে ঈশ্বর আশ্রিত।


জগতে অনেকেই এসেছে যারা যীশু খ্রীষ্টের মানবদেহে আগমনের কথা স্বীকার করে না। এরাই বিভ্রান্ত সৃষ্টিকারী ও খ্রীষ্টবৈরী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন