Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ যোহন 3:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 ঈশ্বর থেকে জাত কোন ব্যক্তি পাপ করে না কারণ ঐশ্বরিক স্বভাব তার মাঝে আছে। সে পাপ করতে পারে না কারণ সে ঈশ্বর থেকে জাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যে কেউ আল্লাহ্‌ থেকে জাত সে গুনাহ্‌ করতে থাকে না, কারণ তাঁর বীর্য তার অন্তরে থাকে; এবং সে গুনাহ্‌ করতে পারে না কারণ সে আল্লাহ্‌ থেকে জাত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ঈশ্বর থেকে জাত কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকতে পারে না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে; সে ক্রমাগত পাপ করতে পারে না, কারণ সে ঈশ্বর থেকে জাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যে কেহ ঈশ্বর হইতে জাত, সে পাপাচরণ করে না, কারণ তাঁহার বীর্য্য তাহার অন্তরে থাকে; এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে জাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 যে কেউ ঈশ্বরের সন্তান হয়, সে ক্রমাগত পাপ করতে পারে না, কারণ নরজীবনদায়ী ঈশ্বরের শক্তি সেই ব্যক্তির মধ্যে থাকে। সে ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছে; তাই সে পাপে জীবন কাটাতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যাদের জন্ম ঈশ্বর থেকে তারা পাপ কাজ করে না, কারণ তাঁর বীজ তার মধ্যে থাকে এবং সে পাপ করতে পারে না, কারণ তার জন্ম ঈশ্বর থেকে।

অধ্যায় দেখুন কপি




১ যোহন 3:9
18 ক্রস রেফারেন্স  

আমরা জানি যে ঈশ্বরর থেকে যে জাত সে পাপ করে না, যিনি ঈশ্বরের আত্মজ তিনিই তাকে রক্ষা করেন। শয়তান তাকে স্পর্শ করতে পারে না।


নশ্বর কোন বীজ থেকে নয়, কিন্তু ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্‌রূপী অবিনশ্বর বীজ থেকে তোমরা নবজন্ম লাভ করেছ।


তারা শোণিত সূত্রে নয়, জৈব বাসনায় নয়, মানবিক ইচ্ছাক্রমেও নয়, কিন্তু তাঁরা ঈশ্বর থেকেই জাত।


তোমরা যদি জেনে থাক যে তিনি ধর্মময়, তাহলে একথাও তোমাদের নিশ্চিত জানা উচিত যে যারা ধার্মিক তিনিই তাদের সকলের জনক।


যে ব্যক্তি বিশ্বাস করে যে যীশুই খ্রীষ্ট, সে ঈশ্বর থেকে জাত। যে পিতাকে ভালবাসে সে তাঁর সন্তানকেও ভালবাসে।


কারণ ঈশ্বর থেকে যে জাত তা জগজ্জয়ী এবং জগতকে যা জয় করেছে তা হচ্ছে আমাদের বিশ্বাস।


যীশু তাঁকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, নবজন্ম লাভ না হলে কেউ ঈশ্বরের রাজ্য দর্শন করতে পারে না।


কারণ দেহের কামনা আত্মার অভিলাষের বিরোধী। আত্মা আর জৈব প্রকৃতি পরস্পরবিরোধী বলে এদের আকর্ষণ বিপরীতমুখী। ফলে তোমরা যা করতে চাও তা করতে পার না।


স্নেহাস্পদেরা এস, আমরা পরস্পরকে ভালবাসি কারণ প্রেম ঈশ্বর-সঞ্জাত। যে ভালবাসে সে ঈশ্বর-সঞ্জাত এবং সে ঈশ্বরকে জানে।


ভাল গাছ থেকে খারাপ ফল হতেই পারে না, আর খারাপ গাছ ভাল ফল দিতেই পারে না।


না, কখনও না, পাপের পক্ষে যখন আমরা মৃত, তখন কি করে আমরা আবার পাপে লিপ্ত হব?


আমরা কিন্তু যা দেখেছি ও শুনেছি, তা না বলে নীরব থাকতে পারব না।


কারণ তোমরা বলছ: ‘কি উপায়ে আমরা ওকে যন্ত্রণা দেব? এবার ওর অপরাধের মূল ওরই মধ্যে খুঁজে পাওয়া গেছে।’


ধন্য তারা যারা কোন অন্যায় করে না কিন্তু চলে তাঁরই নির্দেশিত পথে।


যে তাঁর মাঝে স্থিতি লাভ করেছে সে পাপ করে না। যে পাপী, সে তাঁকে দেখেনি, তাঁকে জানেও না।


প্রিয় বন্ধু, মন্দের অনুকরণ করো না, যা বাল তারই অনুকরণ কর। যে ভাল কাজ করে সে ঈশ্বর থেকে উদ্ভূত, যে মন্দ করে সে ঈশ্বরকে দেখেনি।


এদের মৃতদেহের কোন অংশ যদি বপনের জন্য নির্দিষ্ট কোন বীজের উপর পড়ে তবে তা শুচি থাকবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন