১ বংশাবলি 9:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)30 তবে মশলাপাতি সংমিশ্রণের দায়িত্ব ছিল পুরোহিতদের। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 ইমাম-সন্তানদের মধ্যে কয়েকজন সুগন্ধি দ্রব্যের মিষ্টান্ন প্রস্তুত করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 কিন্তু যাজকদের মধ্যে কয়েকজন মশলাপাতি মিশ্রিত করার দায়িত্ব পালন করতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 যাকজ-সন্তানদের মধ্যে কয়েক জন সুগন্ধি দ্রব্যের মিষ্টান্ন প্রস্তুত করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 কিন্তু যাজকরাই ব্যবহৃত সুগন্ধী তেলের দেখাশোনা করতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 সুগন্ধি মশলাগুলো মেশাবার ভার ছিল কয়েকজন যাজক সন্তানদের উপর। অধ্যায় দেখুন |