Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রথমে যারা বিভিন্ন জনপদে তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল, তাদের মধ্যে ছিল সাধারণ ইসরায়েলী, পুরোহিত, লেবীয় ও মন্দিরের পরিচারকেরা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 নিজেদের নগরে, তাদের নিজস্ব বিষয়সম্পত্তির উপর প্রথমে কিছু ইস্রায়েলী মানুষজন, যাজক, লেবীয় ও মন্দির-সেবকেরাই পুনর্বাসন পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই,—ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 পরবর্তীকালে নিজেদের বাসস্থানে প্রথম যাঁরা ফিরে এসে আবার বাস করতে শুরু করেন তাঁদের মধ্যে যাজকবর্গ, লেবীয়, মন্দিরের দাস ছাড়াও কিছু ইস্রায়েলীয় ব্যক্তি ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 নিজেদের নানা শহরে যারা প্রথমে নিজের নিজের অধিকারে বাস করল, তারা এই ইস্রায়েলীয়রা, যাজকরা, লেবীয়রা ও নথীনীয়রা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:2
11 ক্রস রেফারেন্স  

পুরোহিতেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা এবং কিছু সংখ্যক লোকসহ উপাসনাগৃহের ভৃত্যেরা ও ইসরায়েল বংশীয় বাকী লোকেরা নিজেদের শহরে বসতি স্থাপন করেছিল।


অধিকন্তু তারা আরও 220জন কর্মীকে পাঠাল। রাজা দাউদ ও তাঁর রাজকর্মচারীরা মন্দিরের কাজে লেবীয়দের সাহায্য করার জন্য এদের পূর্বপুরুষদের নিযুক্ত করেছিলেন। তাদের সঙ্গে তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলেন।


যাজক, লেবীয় আর অন্যান্য কয়েকজন জেরুশালেমে বা তার কাছাকাছি স্থানে, গায়কবাদক, মন্দিরের প্রহরীগণ ও তার সেবকেরা নিকটবর্তী শহরে এবং অবশিষ্ট ইসরায়েলীরা, তাদের পুর্বপুরুষেরা যে শহরে বাস করত সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করল।


মন্দিরের সেবক ও শলোমনের দাসদের বংশোদ্ভূতদের মধ্যে যারা ফিরে এল তাদের সংখ্যা সর্বমোট 392


মন্দিরের সেবক যারা ফিরে এসেছিল তাদের গোষ্ঠীর তালিকা: সীহ, হসূফা, টব্বায়োৎ, কেরোস, সীয়, পাদেন, লবানা, হগাব, অক্কুব, হাগব, শস্‌লয়, হানন, গিদ্দেল, গহর, রায়া, রৎসীন, নকোদ, গসম, উষ, পাসেহ, বেষয়, অস্না, মিয়ুনীম, পফুষীম, বকবুক, হকুফা, হর্হূর, বসলূত, মহীদা, হশা, বকোস, সীষরা, তেমহ নৎসীহ ও হটীফা।


উপাসনাগৃহের ভৃত্য এবং শলোমনের ভৃত্যদের বংশধরেরা


ব্যাবিলনরাজ নেবুকাডনেজার যাদের বন্দীরূপে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন তারা যিহুদীয়া ও জেরুশালেমে নিজ নিজ বাসস্থানে ফিরে এসেছিল। তাদের নেতৃত্ব দিয়েছিলেন।


সকলকে, তাদের ভ্রাতাদের এবং সম্ভ্রান্তব্যক্তিদের সঙ্গে শপথ ও শপথভঙ্গের অভিশাপ দ্বারা নিজেদের এই চুক্তির বন্ধনে আবদ্ধ করল যে, ঈশ্বরের সেবক মোশির মাধ্যমে দেওয়া ঈশ্বরের অনুশাসনগুলি তারা পালন করবে আর আমাদের প্রভু পরমেশ্বরের সমস্ত আদেশ, বিধান ও অনুশাসনগুলি সযত্নে মেনে চলবে।


ইসরায়েলীদের নেতৃবৃন্দ জেরুশালেমে বসবাস করতে আরম্ভ করলেন। অবশিষ্ট লোকদের মধ্যে প্রতি দশটি পরিবারের একটি পরিবারকে অন্যান্য শহরে নগরে পাঠানোর জন্য পাশা চেলে স্থির করা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন