Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14-16 নিম্নলিখিত লেবীয়েরা জেরুশালেমে বাস করতেনঃ হসুরের পুত্র শমইয়। অসরিকাম ও হসরিয় ছিলেন এঁর পূর্বপুরুষ। মীখার গোষ্ঠীর বক্‌বক্কর, হেরশ ও গালল।। মিসার পুত্র মত্তনিয়। সিক্‌রি ও আসফ ছিলেন এঁর পূর্বপুরুষ। শমইয়র পুত্র ওবদিয়। গালল ও যিদুথুন ছিলেন এঁর পূর্বপুরুষ। আসার পুত্র ও এলকানার পৌত্র বেরেখিয়। নটোফা নগরের অর্ন্তভুক্ত অঞ্চলে এঁর পূর্বপুরুষেরা বাস করতেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর লেবীয়দের মধ্যে মরারি বংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 লেবীয়দের মধ্যে থেকে: হশূবের ছেলে শময়িয়, হশূব অস্রীকামের ছেলে ও অস্রীকাম মরারীয় হশবিয়ের ছেলে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর লেবীয়দের মধ্যে মরারিবংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 লেবীয় পরিবারের মধ্যে যাঁরা জেরুশালেমে বাস করতেন তাঁদের তালিকা নিম্নরূপ: শময়িয়র পিতা হশূব, তাঁর পিতা অস্রীকাম, তাঁর পিতা মরারির উত্তরপুরুষ হশবিয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 লেবীয়দের মধ্যে হশূবের ছেলে শময়িয়। তার পূর্বপুরুষদের মধ্যে ছিল অস্রীকাম, হশবিয় ও মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:14
13 ক্রস রেফারেন্স  

লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদমীয়েলের পুত্র যেশূয়ের পরিচালনায় লেবীয়রা দুইদলে বিভক্ত হয় ঈশ্বরভক্ত দাউদের নির্দেশ অনুসারে উত্তর প্রত্যুত্তরে প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনের সময় পরস্পর বিপরীত দিকে দাঁড়াতেন।


একই ভাবে রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য বারোটি জনপদ দেওয়া হয়েছিল।


পুরুষ পরম্পরায় মরারির বংশতালিকা: মহ্‌লি, লিবনি, শিমিয়ি,উষাহ্,


মরারির দুই পুত্র: মাহ্‌লি ও মুশি।


লেবি-বংশের বিভিন্ন গোষ্ঠীর এই সমস্ত লোক গণনাভুক্ত হয়েছিল: গেরশোনের পরিবারভুক্ত গেরশোন গোষ্ঠী, কোহাৎ-এর পরিবারভুক্ত কহাৎ গোষ্ঠী, মরারির পরিবারভুক্ত মরারি গোষ্ঠী।


বিভিন্ন গোষ্ঠীর প্রধান পুরোহিতদের সংখ্যা ছিল সতেরোশো ষাট। তাঁরা মন্দিরের সর্বপ্রকার কাজে দক্ষ ছিলেন।


মন্দিরের রক্ষীর দায়িত্বে যে লেবীয়দের নিযুক্ত করা হয়েছিল, নিম্নলিখিতভাবে তাঁদের দায়িত্ব বন্টন করা হয়। কোরহ্ গোষ্ঠীর আসফ পরিবারের কোর-এর পুত্র মশেলিমিয়ের


রাজা দাউদ, পরিবার প্রধানেরা, গোষ্ঠীপতিরা এবং সামরিক অধ্যক্ষেরা ঈশ্বরের উদ্দেশ্যে মন্দিরে যে সমস্ত উপহার নিবেদন করতেন সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয়েছিল শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে।


ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেবীর বংশধরদের পরিবারের প্রধানদের নাম ইতিবৃত্তের পুস্তকে নথিভুক্ত করা হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন