Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 বিভিন্ন গোষ্ঠীর প্রধান পুরোহিতদের সংখ্যা ছিল সতেরোশো ষাট। তাঁরা মন্দিরের সর্বপ্রকার কাজে দক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 এরা ও এদের ভাইয়েরা এক হাজার সাত শত ষাট জন, এরা যার যার পিতৃকুলের পতি এবং আল্লাহ্‌র গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 যে যাজকেরা তাদের পরিবারগুলির কর্তা ছিলেন, তাদের সংখ্যা হল 1,760 জন। তারা এমন যোগ্য লোক ছিলেন, যারা ঈশ্বরের গৃহে সেবাকাজ করার পক্ষে দায়িত্বশীলও ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্র সাত শত ষাট জন; ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদনে অতি দক্ষ লোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 সব মিলিয়ে যাজকদের সংখ্যা ছিল 1760 জন। এঁরা সকলে ঈশ্বরের মন্দিরে সেবার জন্য নিযুক্ত ও নিজেদের পরিবারের নেতা ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এরা ও এদের ভাইরা এক হাজার সাতশো ষাট জন। এঁরা ঈশ্বরের গৃহের সেবা কাজের ভারপাওয়া যোগ্য লোক।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:13
6 ক্রস রেফারেন্স  

তাঁদের সহযোগী বীর যোদ্ধাসহ তাঁরা 128 জল ছিলেন। হগগদোলিমের পুত্র সব্দিয়েল তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন।


যিরিয়র আত্মীয়দের পরিবার থেকে দুহাজার সাতশো বিশিষ্ট ব্যক্তিকে জর্ডন নদীর পূর্ব তীরে রূবেণ, গাদ ও পূর্ব মনঃশি প্রদেশের সমস্ত ধর্মীয় ও পৌর প্রশাসনের দায়িত্ব দেওয়া হল।


হিব্রোণের বংশধরদের মধ্যে হশবিয় এবং তাঁর সতেরোশো আত্মীয়—যাঁরা সকলেই ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তি—তাঁদের উপরে জর্ডন নদীর পশ্চিমে বসবাসকারী ইসরায়েলীয়দের ধর্মীয় ও পৌর প্রশাসনের ভার ন্যস্ত হয়েছিল।


ওবেদ-ইদোমের জ্যেষ্ঠ পুত্র শিমেয়াহ্-এর ছয় পুত্র। ওথনি, রাফায়েল, ওবেদ, ইলষাবাদ, ইলিহু এবং শিমাখিয়। নিজেদের যোগ্যতার গুণে এঁরা গোষ্ঠীর মধ্যে বিশিষ্ট ব্যক্তিরূপে গণ্য হয়েছিলেন। শেষের দুজন বিশেষ প্রতিভাসম্পন্ন ছিলেন।


নিম্নলিখিত লেবীয়েরা জেরুশালেমে বাস করতেনঃ হসুরের পুত্র শমইয়। অসরিকাম ও হসরিয় ছিলেন এঁর পূর্বপুরুষ। মীখার গোষ্ঠীর বক্‌বক্কর, হেরশ ও গালল।। মিসার পুত্র মত্তনিয়। সিক্‌রি ও আসফ ছিলেন এঁর পূর্বপুরুষ। শমইয়র পুত্র ওবদিয়। গালল ও যিদুথুন ছিলেন এঁর পূর্বপুরুষ। আসার পুত্র ও এলকানার পৌত্র বেরেখিয়। নটোফা নগরের অর্ন্তভুক্ত অঞ্চলে এঁর পূর্বপুরুষেরা বাস করতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন