Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 8:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6-7 এহুদের বংশতালিকা: নামান, অহিয় এবং গেরা। গেবা নিবাসী পরিবারগুলির এঁরাই ছিলেন প্রধান। কিন্তু পরে এঁরা বিতাড়িত হয়ে এই স্থান ত্যাগ করে মানহৎ-এ গিয়ে বসবাস করতে বাধ্য হন। উজ্জু ও অহিহুদের পিতা গেরা তাঁদের এই অভিযানে নেতৃত্ব করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6-7 নামান, অহিয় আর গেরা ছিলেন এহুদের উত্তরপুরুষ। এঁরা সকলেই গেবায় নিজেদের পরিবারের নেতা ছিলেন। উষঃ ও অহীহূদের পিতা গেরা এঁদের বাড়ি ছেড়ে মানহতে উঠে যেতে বাধ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 8:6
11 ক্রস রেফারেন্স  

বেথলেহেমের প্রতিষ্ঠাতা সল্‌ম অটরোৎ বেথযোয়াবের নটোফা নামে জনপদের অধিবাসীদের এবং মনাহৎ-এর দুই গোষ্ঠীর অন্যতম সরা গোষ্ঠীর পূর্বপুরুষ।


যিদিয়েলের এক পুত্র: বিল্‌হান। বিল্‌হানের সাত পুত্র: যিয়ুশ, বিন্যামীন, এহুদ, কনানা সেথন, তার্শিশ ও অহিশাহর।


বিন্যামীন গোষ্ঠীর এলাকায় চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি তাদের দেওয়া হয়েছিল: গেবা, আলেমৎ, ও অনাথোৎ। তাদের পরিবারগুলির বসবাসের জন্য মোট তেরোটি জনপদ দেওয়া হয়েছিল।


কিরিয়াৎ-জিয়ারিমের প্রতিষ্ঠাতা শোবল হরোয়া এবং মুনহোৎ-এর অর্ধেক অধিবাসীর পূর্বপুরুষ ছিলেন।


হিষ্‌রোণের জ্যেষ্ঠপুত্র যিরহ্‌মিলের পাঁচটি পুত্র: জ্যেষ্ঠ পুত্র রাম, তারপর বুনাহ্, ওরন, ওৎসম ও অহিয়।


এহুদের মৃত্যুর পর ইসরায়েলীরা আবার পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগল।


বেলার পুত্র: গেরা নামান, এহি, রোশ, মূপ্পিম, হুপ্লিম ও আর্দ। এরা সকলই রাহেলের সন্তানসন্ততি।


গেরা, শফুফান এবং হুরম।


বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে তারা সংলগ্ন চারণভূমিসহ গিবিয়োন, গেবা, আনাথোৎ ও আল্‌মোন—এই চারটি নগর তাদের দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন