Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 শীরা নামে ইফ্রয়িমের একটি কন্যা ছিল।তনি উচ্চ ও নিম্ন বেথ-হোরণ ও উষেন শীরা জনপদের পত্তন করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 আর তাঁর কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরুন ও উষেণ-শীরা নির্মাণ করালেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 আর তাঁহার কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরোণ ও উষেণ-শীরা পত্তন করাইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ইফ্রয়িমের কন্যার নাম ছিল শীরা। তিনি উর্দ্ধ ও নিম্ন বৈৎ‌-হোরোণ এবং উষেণ শীরা পত্তন করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তাঁর মেয়ের নাম ছিল শীরা। শীরা উপরের ও নীচের বৈৎ-হোরোণ ও উষেণশীরা গড়ে তুলেছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:24
7 ক্রস রেফারেন্স  

ইফ্রয়িম গোষ্ঠীর পরিবার সমূহের নির্দিষ্ট অঞ্চল এই: পূর্ব দিকে বেথ-হোরোণের উঁচু অঞ্চল থেকে অটারোৎ-অদ্দর হয়ে তাদের সীমানা


এবং পশ্চিমে যফ্‌লেটীয়দের এলাকার সীমান্তে বেথ-হোরোণের নিম্নভূমির প্রান্তে গেষর এবং ভূমধ্যসাগর পর্যন্ত তাদের সীমানা নিরূপিত হল।


শলোমন নিম্নলিখিত শহরগুলিও পুনর্নির্মাণ করেছিলেনঃ বেথ-হারোণের উচ্চভূমি ও নিম্নভূমি (প্রাকার বেষ্টিত দুর্গনগরী দ্বার অর্গল দ্বারা সুরক্ষিত),


শলোমন তারপর নগরটি পুনর্নির্মাণ করেন। বেগার মজুরদের দিয়ে শলোমন বেথ-হারোণের নিম্নভূমি,


ইসরায়েলীদের সম্মুখে প্রভু পরমেশ্বর তাদের দিশেহারা করে দিলেন এবং যিহোশূয় গিবিয়োনে তাদের চূড়ান্ত ভাবে পরাস্ত করলেন। তিনি বেথ-হোরোণের গিরিপথ ধরে তাদের পিছনে তাড়া করে গেলেন এবং আসেকা ও মাক্কেদা পর্যন্ত তাদের উপর আক্রমণ চালিয়ে গেলেন।


এরপর ইফ্রয়িমের স্ত্রী আর একটি পুত্রসন্তানেরা জন্মদান করেন। তাঁদের পরিবার এই সময় সঙ্কটে পড়েছিল বলে তাঁরা তার নাম রাখেন বরিয় (অমঙ্গল)।


রেফহ্ নামে ইফ্রয়িমের আর একটি পুত্র ছিল। তার বংশতালিকা: রেশেফ, তেলহ্, তহন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন