১ বংশাবলি 7:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)20 পুরুষপরম্পরায় ইফ্রয়িমের বংশ তালিকা: শুথেলাহ্, বেরদ, তহৎ, ইলিয়াদা, তহৎ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর আফরাহীমের সন্তান শূথেলহ, তার পুত্র বেরদ, তার পুত্র তহৎ, তার পুত্র ইলিয়াদা, তার পুত্র তহৎ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 ইফ্রয়িমের বংশধরেরা: শূথেলহ, তাঁর ছেলে বেরদ, তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ইলিয়াদা, তাঁর ছেলে তহৎ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর ইফ্রয়িমের সন্তান—শূথেলহ, তাহার পুত্র বেরদ, তাহার পুত্র তহৎ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 ইফ্রয়িমের উত্তরপুরুষ নিম্নরূপ: ইফ্রয়িমের পুত্রের নাম ছিল শূথেলহ, শূথেলহের পুত্র বেরদ, বেরদের পুত্র তহৎ, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 ইফ্রয়িমের একজন ছেলের নাম শূথেলহ, শূথেলহের ছেলে বেরদ, বেরদের ছেলে তহৎ, তহতের ছেলে ইলিয়াদা, ইলিয়াদার ছেলে তহৎ, অধ্যায় দেখুন |