Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সুপ্পিম ও হুপ্পিমও এদের গোষ্ঠীভুক্ত ছিল। দানের এক পুত্র: হুষিম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর ঈরের সন্তান শুপ্পীম ও হুপ্পীম, অহেরের সন্তান হূশীম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 শুপ্পিমীয় ও হুপ্পিমীয়রা ঈরের বংশধর, এবং হূশীয়রা অহেরের বংশধর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর ঈরের সন্তান শুপ্পীম ও হুপ্পীম, অহেরের সন্তান হূশীম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 শুপপীম আর হুপপীম দুজনেই ছিলেন ঈরের উত্তরপুরুষ। অহেরের পুত্রের নাম ছিল হূশীম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 শুপ্পীম ও হুপ্পীম ছিল ঈরের ছেলে এবং হূশীম ছিল অহেরের ছেলে।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:12
7 ক্রস রেফারেন্স  

মাখির গিলিয়দের জনক। মাখির হুপ্পিম ও সুপ্পিমের জন্য বউ খুঁজে এনেছিলেন। তাঁর বোনের নাম মাখা। মাখিরের দ্বিতীয় পুত্র সল্‌ফাদ। তাঁর শুধু কন্যাই ছিল।


বেলার পুত্র: গেরা নামান, এহি, রোশ, মূপ্পিম, হুপ্লিম ও আর্দ। এরা সকলই রাহেলের সন্তানসন্ততি।


এঁরা ছিলেন এঁদের গোষ্ঠীর প্রধান ও বিখ্যাত যোদ্ধা। এঁদের বংশধরদের মধ্যে সতেরো হাজার দুশো জন (17,200) সক্ষম যোদ্ধা ছিল।


নপ্তালির চার পুত্র: যহষিয়েল, গুণি, যেৎষর ও শল্লুম। এরা বিল্‌হার বংশধর।


বিন্যামীনের পাঁচ পুত্র: বয়স অনুসারে তাদের নাম বেলা, অশবেল, অহর্হ,


গেরা, শফুফান এবং হুরম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন