Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 এঁরা ছিলেন এঁদের গোষ্ঠীর প্রধান ও বিখ্যাত যোদ্ধা। এঁদের বংশধরদের মধ্যে সতেরো হাজার দুশো জন (17,200) সক্ষম যোদ্ধা ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 এরা সকলেই যিদীয়েলের সন্তান, স্ব স্ব পিতৃকুলের প্রধান অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সতেরো হাজার দুই শত লোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 যিদীয়েলের এইসব ছেলে পরিবারের কর্তা ছিলেন। 17,200 জন যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 ইহারা সকলেই যিদীয়েলের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সপ্তদশ সহস্র দুই শত লোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 যিদীয়েলের পুত্ররা সকলেই তাদের পরিবারের নেতা ছিলেন এবং এই বংশে মোট সৈনিকের সংখ্যা ছিল 17,200 জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 যিদীয়েলের বংশের এই সব লোকেরা ছিলেন বংশের নেতা ও বীর যোদ্ধা। তাঁদের সতেরো হাজার দুশো লোক যুদ্ধে যাবার জন্য যোগ্য ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:11
3 ক্রস রেফারেন্স  

যিদিয়েলের এক পুত্র: বিল্‌হান। বিল্‌হানের সাত পুত্র: যিয়ুশ, বিন্যামীন, এহুদ, কনানা সেথন, তার্শিশ ও অহিশাহর।


সুপ্পিম ও হুপ্পিমও এদের গোষ্ঠীভুক্ত ছিল। দানের এক পুত্র: হুষিম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন