Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 যিদিয়েলের এক পুত্র: বিল্‌হান। বিল্‌হানের সাত পুত্র: যিয়ুশ, বিন্যামীন, এহুদ, কনানা সেথন, তার্শিশ ও অহিশাহর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর যিদীয়েলের সন্তান বিল্‌হন; বিল্‌হনের সন্তান যিয়ূশ, বিন্‌ইয়ামীন, এহূদ, কেনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 যিদীয়েলের ছেলে: বিলহন। বিলহনের ছেলেরা: যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কানান্না, সেথন, তর্শীশ ও অহীশহর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর যিদীয়েলের সন্তান বিল্‌হন; বিল্‌হনের সন্তান—যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 যিদীয়েলের পুত্রের নাম বিল্হন। বিল্হনের পুত্রদের নাম ছিল: যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ আর অহীশহর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 যিদীয়েলের একজন ছেলের নাম বিলহন। বিলহনের ছেলেরা হল যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:10
5 ক্রস রেফারেন্স  

এঁদের মধ্যে একজন কেনানার পুত্র সিদিকিয়া লোহার একজোড়া শিং তৈরী করে আহাবকে বললেন, শুনুন, পরমেশ্বর বলছেন, এইগুলি দিয়ে সিরিয়দের আঘাত করে আপনি তাদের সম্পূর্ণভাবে পরাজিত করবেন।


এঁদের সরকারী বংশতালিকায় কুড়ি হাজার দুশো (20,200) জন যোদ্ধার নাম নথিভুক্ত ছিল।


এঁরা ছিলেন এঁদের গোষ্ঠীর প্রধান ও বিখ্যাত যোদ্ধা। এঁদের বংশধরদের মধ্যে সতেরো হাজার দুশো জন (17,200) সক্ষম যোদ্ধা ছিল।


এহুদের বংশতালিকা: নামান, অহিয় এবং গেরা। গেবা নিবাসী পরিবারগুলির এঁরাই ছিলেন প্রধান। কিন্তু পরে এঁরা বিতাড়িত হয়ে এই স্থান ত্যাগ করে মানহৎ-এ গিয়ে বসবাস করতে বাধ্য হন। উজ্জু ও অহিহুদের পিতা গেরা তাঁদের এই অভিযানে নেতৃত্ব করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন