Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:71 - পবিএ বাইবেল CL Bible (BSI)

71 গের্শোন গোষ্ঠীর পরিবারগুলিকে চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: পূর্বে মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত বাশান প্রদেশের গোলান এবং অষ্টারোথ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

71 আর গের্শোমীয়দেরকে মানশার অর্ধবংশের গোষ্ঠী থেকে চারণ-ভূমির সঙ্গে বাশনস্থ গোলান ও চারণ-ভূমির সঙ্গে অষ্টারোৎ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

71 গের্শোনীয়রা নিম্নলিখিত নগরগুলি পেয়েছিল: মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে তারা পেয়েছিল বাশনে অবস্থিত গোলন ও অষ্টারোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

71 আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্দ্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

71 মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের কাছ থেকে গের্শোন পরিবারের সদস্যরা বাশনের গোলন শহর ও অষ্টারোৎ এবং তার আশেপাশের মাঠগুলো বসবাসের জন্য পেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

71 গের্শোমীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত বাশনের গোলন ও অষ্টারোৎ পেল;

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:71
9 ক্রস রেফারেন্স  

গের্শোনী গোষ্ঠীর লেবীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের এলাকা থেকে পেল সংলগ্ন চারণভূমিসহ গোলন ও বীষ্টরা—দুটি নগর। গোলন ছিল বাশান প্রদেশের অন্তর্ভুক্ত অভয়পুরী।


যিরিহোর নিকটবর্তী জর্ডনের পূর্বতীরে রূবেণ গোষ্ঠীর এলাকা কে প্রান্তরে সমতল অঞ্চলে অবস্থিত বেৎসর, গাদ গোষ্ঠীর এলাকায় গিলিয়দ প্রদেশের রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর এলাকায় বাশান প্রদেশের গোলন—এই নগরগুলি তারা এই উদ্দেশে নির্দিষ্ট করল।


এবং জর্ডনের ওপারে ইমোরীদের দুই রাজা, হিষ্‌বোণের অধিপতি সিহোন এবং অষ্টারোৎ নিবাসী বাশানের অধিপতি ওগের যে দশা করেছেন, তা সবই আমরা শুনেছি।


নগর তিনটি হলঃ সমতল অঞ্চলে প্রান্তরে স্থিত বেৎসের। এটি রূবেণ গোষ্ঠীর জন্য। গাদ গোষ্ঠীর জন্য গিলিয়দে অবস্থিত রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর জন্য বাশানে অবস্থিত গোলন।


ইমােরীদের রাজা হিষ্‌বোণ নিবাসী সিহোন এবং ইদ্রেয়ীতে অষ্টারোৎ নিবাসী বাশানের রাজা ওগ্‌কে পরাজিত করার পর,


গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।


পশ্চিমাঞ্চলে মনঃশি গোষ্ঠীর এলাকা থেকে তাদের চারপাশের চারণভূমিসহ আনের ও বিলয়ম জনপদ দুটি কোহাৎ গোষ্ঠীর লোকদের দেওয়াহয়েছিল।


ইষাখরের এলাকাভুক্ত কেদশ, দবরৎ,


গের্শোনী গোষ্ঠীর পরিবারগুলির জন্য ইষাখর, আশের, নপ্তালী ও মনঃশির অর্ধগোষ্ঠীর এলাকা থেকে তেরটি নগর নিরূপণ করা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন