Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:57 - পবিএ বাইবেল CL Bible (BSI)

57-59 নিম্নলিখিত জনপদগুলি হারোণের বংশধরদের দেওয়া হয়েছিল: অভয় নগর হিব্রোণ, যত্তির, লিবনার সমস্ত জনপদ, ইষ্টিমোয়, হিলেন, দবির, আসন এবং বেথশেমেশ ও তার চারপাশের চারণভূমি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

57 আর হারুন-সন্তানদেরকে আশ্রয়-নগর হেবরন, আর চারণ-ভূমির সঙ্গে লিব্‌না এবং যত্তীর ও চারণ-ভূমির সঙ্গে ইষ্টিমোয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

57 অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

57 আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্‌না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

57 হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ, নিরাপত্তার শহর দেওয়া হয়। লিব‌্না, যত্তীর, ইষ্টিমোয়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

57 আর হারোণের ছেলেদের আশ্রয় শহর হিব্রোণ, আর পশু চরাবার মাঠের সঙ্গে লিব্‌না এবং যত্তীর ও পশু চরাবার মাঠের সঙ্গে ইষ্টিমোয়,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:57
10 ক্রস রেফারেন্স  

পার্বত্য অঞ্চলে শামির, যত্তির,


ইষ্‌রার চার পুত্র: যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ মিশরের রাজকুমারী বিথিয়াহ্‌কে বিবাহ করেন। তাদের একটি কন্যা মিরিয়াম এবং দুই পুত্র শম্ময় ও যিশবহ্‌। যিশবহ্ ইশ্‌টিমোয়া নগরের প্রতিষ্ঠাতা। মেরদও যিহুদা গোষ্ঠীর একটি কন্যাকে বিবাহ করেন। তাঁদের তিন পুত্র: যেরদ, ইনি গদর নগরের প্রতিষ্ঠাতা। হেবর, সোকো নগরের প্রতিষ্ঠাতা এবং যিকুথিয়েল, সানোহ্ নগরের প্রতিষ্ঠাতা।


সংলগ্ন চারণভূমিসমেত মোট তেরটি নগর পুরোহিত হারোণের বংশধরদের অধিকারে এল।


লিব্‌না, এথর, আশোন, যিপ্তহ্, অশ্‌না,


এর পর যিহোশূয় ইসরায়েলীদের নিয়ে মাক্কেদা থেকে লিব্‌নাতে গেলেন এবং লিব্‌না আক্রমণ করলেন।


উল্লিখিত জনপদগুলি ছাড়াও তারা যিহুদা, শিমিয়োন ও বিম্যামীন গোষ্ঠীর এলাকার জনপদগুলি লটারির সাহায্যে তাদের ভাগ করে দেওয়া হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন