১ বংশাবলি 6:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)4 পুরুষানুক্রমে ইলিয়াসরের বংশতালিকা: পিনহস, অবিশুয়া, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ইলীয়াসর পীনহসের বাবা, পীনহস অবিশূয়ের বাবা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ইলিয়াসরের পুত্রের নাম পীনহস, পীনহসের পুত্রের নাম অবিশূয়, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়, অধ্যায় দেখুন |
পীনহস গোষ্ঠীর গের্শোম, ইথামর গোষ্ঠীর দানিয়েল, দাউদ গোষ্ঠীর শেফনিয়ের পুত্র হটূশ। পরোশ গোষ্ঠীর সখরিয় এবং তার সঙ্গে 150জন (তাদের পূর্বপুরুষদের নাম নথিভুক্ত আছে), পহৎ-মোয়াব গোষ্ঠীর সরহিয়ের পুত্র ইলীয়েনয়, তার সঙ্গী 200 জন পুরুষ। শখনীয়ের গোষ্ঠীর মহসীয়েলের পুত্র ও তার সঙ্গী 300 জন পুরুষ। আদীনের গোষ্ঠীর যোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী 50 জন পুরুষ। এলমের গোষ্ঠীর অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী 70 জন পুরুষ। শফটিয়ের গোষ্ঠীর মিখায়েলের পুত্র সবদিয় ও তার সঙ্গী 80 জন পুরুষ। যোয়াবের গোষ্ঠীর যিহিয়েলের পুত্র ওবদিয় ও তার সঙ্গী 218 জন পুরুষ। শলোমীতের গোষ্ঠীর যোষিফিয়ের পুত্র ও তার সঙ্গী 160জন পুরুষ। আর বেবয়ের গোষ্ঠীর বেবয়ের পুত্র সখরিয় ও তার সঙ্গী 28জন পুরুষ। অসগদের গোষ্ঠীর হকাটনের পুত্র যোহানন ও তার সঙ্গী 150জন পুরুষ। আদোনীকামের গোষ্ঠীর শেষের কয়েকজন, তাদের নাম–— ইলীফেলট, যিয়ুয়েল ও শময়িয় এবং তাদের সঙ্গী 60জন পুরুষ। বিগবয়ের গোষ্ঠীর উথয় ও সব্বুদ ও তাদের সঙ্গী 70 জন পুরুষ।