Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 পুরুষানুক্রমে ইলিয়াসরের বংশতালিকা: পিনহস, অবিশুয়া,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ইলীয়াসর পীনহসের বাবা, পীনহস অবিশূয়ের বাবা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ইলিয়াসরের পুত্রের নাম পীনহস, পীনহসের পুত্রের নাম অবিশূয়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 ইলীয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:4
21 ক্রস রেফারেন্স  

হারোণের বংশতালিকা: ইলিয়াসর, পিনেহস, অবিশুই,


হারোণের পুত্র ইলিয়াসর পুটিয়েলের এক কন্যাকে বিবাহ করেছিলেন। এঁর গর্ভে পিনহসের জন্ম হয়। এঁরাই লেবিকুলের বিভিন্ন গোষ্ঠীর প্রধান।


পীনহস গোষ্ঠীর গের্শোম, ইথামর গোষ্ঠীর দানিয়েল, দাউদ গোষ্ঠীর শেফনিয়ের পুত্র হটূশ। পরোশ গোষ্ঠীর সখরিয় এবং তার সঙ্গে 150জন (তাদের পূর্বপুরুষদের নাম নথিভুক্ত আছে), পহৎ-মোয়াব গোষ্ঠীর সরহিয়ের পুত্র ইলীয়েনয়, তার সঙ্গী 200 জন পুরুষ। শখনীয়ের গোষ্ঠীর মহসীয়েলের পুত্র ও তার সঙ্গী 300 জন পুরুষ। আদীনের গোষ্ঠীর যোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী 50 জন পুরুষ। এলমের গোষ্ঠীর অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী 70 জন পুরুষ। শফটিয়ের গোষ্ঠীর মিখায়েলের পুত্র সবদিয় ও তার সঙ্গী 80 জন পুরুষ। যোয়াবের গোষ্ঠীর যিহিয়েলের পুত্র ওবদিয় ও তার সঙ্গী 218 জন পুরুষ। শলোমীতের গোষ্ঠীর যোষিফিয়ের পুত্র ও তার সঙ্গী 160জন পুরুষ। আর বেবয়ের গোষ্ঠীর বেবয়ের পুত্র সখরিয় ও তার সঙ্গী 28জন পুরুষ। অসগদের গোষ্ঠীর হকাটনের পুত্র যোহানন ও তার সঙ্গী 150জন পুরুষ। আদোনীকামের গোষ্ঠীর শেষের কয়েকজন, তাদের নাম–— ইলীফেলট, যিয়ুয়েল ও শময়িয় এবং তাদের সঙ্গী 60জন পুরুষ। বিগবয়ের গোষ্ঠীর উথয় ও সব্বুদ ও তাদের সঙ্গী 70 জন পুরুষ।


ইলিয়াসরের পুত্র পিনেহাস (অর্থ: প্রভু তাঁর সঙ্গে থাকুন) এককালে তাঁদের কাজকর্ম তদারক করতেন।


ইসরায়েলীরা আবার পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল, বলল, আমরা কি আমাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে আবার যুদ্ধ করতে যাব, না বিরত থাকব? প্রভু বললেন, যাও, আগামী কাল তোমাদের হাতে আমি ওদের সমর্পণ করব।


এর পরে হারোণের পুত্র ইলিয়াসরও ইহলোক ত্যাগ করলেন। ইসরায়েলীরা তাঁকে তাঁর পুত্র পীনহসের এলাকাভুক্ত নগর গিবিয়ায় কবর দিল। ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলের এই নগরটি পীনহসকে দেওয়া হয়েছিল।


ইসরায়েলীরা গিলিয়দ প্রদেশ রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকদের কাছে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে


মোশি এইভাবে প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার লোককে এবং সেই সঙ্গে পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহসকে যুদ্ধে পাঠিয়ে দিলেন। পবিত্র পীঠস্থানের পাত্র গুলি ও রণতূর্য পিনহসের সঙ্গে ছিল।


সে ও তার পরবর্তী বংশধরেরা চিরকাল আমার পৌরোহিত্য করবে, কারণ সে তার ঈশ্বরের জন্য ঐকান্তিক আগ্রহ দেখিয়েছে এবং ইসরায়েলীদের হয়ে প্রায়শ্চিত্ত সাধন করেছে।


অহীটুবের পুত্র সাদোক ও অবিয়াথারের পুত্র অহিমেলক যাজক এবং সরায় ছিলেন রাজসভা প্রধান সচিব।


অম্রমের দুই পুত্র: হারোণ ও মোশি এবং এক কন্যা মিরিয়াম। হারোণের চার পুত্র: নাদব, অবিহু,ইলিয়াসর এবং ইথামর।


যিহোশূয় তখন কালেবকে আশীর্বাদ করলেন এবং হিব্রোণের স্বত্ব তাঁকে দিলেন।


মরারির দুই পুত্র মহলি ও মুশি। মহলিরও দুই পুত্র ইলিয়াসর ও কীশ।


মরারির বংশধর: মহলি, মুশি ও যাষিয়।


আমাদের উপরে ঈশ্বরের কৃপাদৃষ্টি থাকায় তারা আমাদের কাছে ইসরায়েলের পুত্র লেবী বংশের মহালির সন্তানদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি শেরেবিয়কে, তার দুই পুত্র ও জ্ঞাতিভাইদের সর্বমোট 18জনকে পাঠালেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন