১ বংশাবলি 6:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)18 কোহৎ-এর চার পুত্র: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কহাতের ছেলেরা: অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কহাতের পুত্রদের নাম ছিল অম্রাম, যিষ্হর, হিব্রোণ আর উষীয়েল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কহাতের ছেলেরা হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। অধ্যায় দেখুন |
লেবীয় নেতারা নিম্নলিখিত ব্যক্তিদের করতাল বাজানোর জন্য নিযুক্ত করল: যোয়েলের পুত্র হেমন, তার আত্মীয় বেরিখিয়র পুত্র আসফ, মরারি বংশের কুশায়ার পুত্র এথন। এঁদের সহকারীরূপে তাঁরা নিম্নলিখিত লেবীয়দের উঁচু পর্দায় বীণা বাজানোর জন্য নিযুক্ত করলেনঃ সখরিয়, যাষিয়েল, সমিরামোৎ, যিহিয়েল, উন্নি, ইলিয়াব, মাসেয়া ও বনায়। নীচু পর্দায় বীণা বাজানোর জন্য তাঁরা নিম্নলিখিত লেবীয়দের নিযুক্ত করলেনঃ মত্তিথিয়, ইলিফলেহু, মিকনেয়, অসসিয় এবং মন্দিরের দ্বাররক্ষী ওবেদ-ইদোম ও যিইয়েল।