Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 লেবীর তিন পুত্র: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 লেবির সন্তান গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 লেবির পুত্রদের নাম ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:1
10 ক্রস রেফারেন্স  

জন্মের ক্রম অনুযায়ী লেবির সন্তানদের নাম: গের্শোন, কোহাৎ ও মরারি। লেবি একশ’ সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।


লেবির পুত্র: গের্শোন, কোহাৎ ও মরারি।


দাউদ গোষ্ঠী অনুযায়ী লেবীয়দের গের্শোন, কোহাৎ ও মরারি–এই তিন দলে ভাগ করলেন,


লেবি-বংশের বিভিন্ন গোষ্ঠীর এই সমস্ত লোক গণনাভুক্ত হয়েছিল: গেরশোনের পরিবারভুক্ত গেরশোন গোষ্ঠী, কোহাৎ-এর পরিবারভুক্ত কহাৎ গোষ্ঠী, মরারির পরিবারভুক্ত মরারি গোষ্ঠী।


গের্শোনের পুরুষ পরম্পরায় বংশতালিকা: লিবনি, যহৎ, সিম্মহ্,


লেবীর তিন পুত্র: গের্শোম হাৎ ও মরারি।


লেবির পুত্রদের নাম গের্শোন ও মরারি।


কোহাৎ-এর চার পুত্র: অম্রম, যিষিহর, হিব্রোণ ও উষিয়েল।


সিনাই প্রান্তরে প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


আমাদের উপরে ঈশ্বরের কৃপাদৃষ্টি থাকায় তারা আমাদের কাছে ইসরায়েলের পুত্র লেবী বংশের মহালির সন্তানদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি শেরেবিয়কে, তার দুই পুত্র ও জ্ঞাতিভাইদের সর্বমোট 18জনকে পাঠালেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন