Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 যিহুদা গোষ্ঠীর লোকেরা যদিও অন্যান্য গোষ্ঠীর চয়ে শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই গোষ্ঠী থেকেই রাজাদের অভ্যুত্থান হয়েছিল, তবুও উত্তরাধিকার ছিল যোষেফ গোষ্ঠীর)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 যদিও এহুদা তার ভাইদের মধ্যে পরাক্রমী হল এবং তার বংশ থেকে নায়ক উৎপন্ন হলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার ইউসুফের হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এবং যদিও যিহূদা তাঁর দাদা-ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ও তাঁর থেকেই একজন শাসনকর্তা উৎপন্ন হলেন, জেষ্ঠাধিকার কিন্তু যোষেফেরই থেকে গেল)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কারণ যিহূদা আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কারণ যিহূদা নিজের ভাইদের মধ্যে শক্তিশালী হল এবং তাঁর থেকেই নেতা সৃষ্টি হয়েছিল, কিন্তু বড় ছেলের অধিকার যোষেফের হল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 5:2
25 ক্রস রেফারেন্স  

হে যিহুদা দেশের বেথলেহেম, যিহুদা গোষ্ঠীর শাসকদের মধ্যে তুমি কোন অংশে নিকৃষ্ট নও, কারণ তোমার মধ্যে আবির্ভাব ঘটবে এমন এক নেতার যিনি হবেন আমার প্রজা ইসরায়েলের পরিচালক।


প্রভু পরমেশ্বর বলেনঃ তুমি, হে বেথলেহেম-এফ্রাথা, যিহুদাকুলে যদিও তুমি অতি ক্ষুদ্র, তবু তোমার মধ্যে থেকেই আমি আবির্ভাব ঘটাব ইসরায়েলের এক ভাবী অধিপতির, সুদূর অতীতে উদ্ভব হয়েছিল যার বংশধারা।


একথা সুস্পষ্ট যে আমাদের প্রভু যিহুদা বংশীয়। এই বংশের কেউ যে পুরোহিত হবে তা মোশি বলেননি।


গিলিয়দ আমার, মনঃশিও আমার, ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহুদীয়া আমার রাজদণ্ড।


গিলিয়দ আমার, মনঃশিও আমার, ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহুদা আমার রাজদণ্ড।


তখন প্রবীণদের একজন আমাকে বললেন, কেঁদো না, দেখ, যিনি ‘যিহুদা-কেশরী’ ও ‘দাউদকুলতিলক’ তিনি জয়ী হয়েছেন। তিনিই সাতটি সীলমোহর ভেঙ্গে ঐ গ্রন্থ খুলে পাঠ করতে পারেন।


পূর্বপরিকল্পনা অনুযায়ী যারা তাঁর মনোনীত, তাদের তিনি আপন পুত্রের প্রতিমূর্তির সাদৃশ্য দান করবেন বলে মনস্থও করেছেন, যেন তাঁর পুত্র বহু ভ্রাতার মধ্যে সর্বজ্যেষ্ঠ হতে পারেন।


দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর শাসন শৃঙ্খলায় প্রজারা ন্যায় ও সুবিচার পেতে লাগল।


যিশয় তখন লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। ছেলেটি সুদর্শন, রক্তিম তার গায়ের রং, চোখ দুটি উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত। প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, ওঠ, এই সেই ব্যক্তি, একে অভিষেক কর।


এইভাবে যিশয় তাঁর পুত্রদের মধ্যে সাত জনকে শমুয়েলের সম্মুখে উপস্থিত করলেন।। কিন্তু শমুয়েল বললেন প্রভু পরমেশ্বর এদের কাউকেই মনোনীত করেন নি।


প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, তুমি আর কতদিন শৌলের জন্য দুঃখ করবে? ইসরায়েলের উপর তার রাজ কর্তৃত্ব আমি বাতিল করে দিয়েছি। তুমি এখন তোমার তেলের শিঙাটিতে তেল ভরে নাও, আমি তোমাকে বেথলেহেমনিবাসী যিশয়ের কাছে পাঠাব, সেখানে যাও, কারণ আমি তার পুত্রদের মধ্যে একজনকে রাজা করব বলে মনস্থ করেছি।


পরমেশ্বরের নির্দেশ এল: যিহূদা গোষ্ঠী, আমি তাদেরই এ দেশের অধিকার দিচ্ছি।


পরে যিহুদা গোষ্ঠীর লোকেরা গিল্‌গলে যিহোশূয়ের কাছে গেল এবং কনিষীয় যিফুন্নির পুত্র কালেব যিহোশূয়কে বললেন, প্রভু পরমেশ্বর ঈশ্বরভক্ত মোশিকে কাদেশ-বার্ণিয়ায় থাকতে আমার ও তোমার সম্পর্কে যে কথা বলেছিলেন তা নিশ্চয়ই তোমার মনে আছে।


এইভাবে তারা তাদের পালা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করল: দিন বংশ/গোষ্ঠী গোষ্ঠীপতি 1 ম যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 2 য় ইষাখর সূয়ারের পুত্র নথনেল 3 য় সবূলুন হেলোনের পুত্র ইলীয়াব 4 র্থ রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষুর 5 ম শিমিয়োন সুরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 6 ষ্ঠ গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ 7 ম ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 8 ম মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল 9 ম বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 10 ম দান অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর 11 শ আশের অক্রণের পুত্র পগীয়েল 12 শ নপ্তালি ঐনেলের পুত্র অহীর তাদের প্রত্যেকের নিবেদিত উপহার একই ধরণের ছিল: 130 শেকেল ওজনের একটি রূপোর থালা, ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের জন্য পীঠস্থানের মান অনুযায়ী সত্তর শেকেল ওজনের একটি রূপোর পাত্রে তেলের ময়ান দেওয়া পূর্ণ এক পাত্র ময়দা, সুগন্ধি ধূপে পূর্ণ 10 শেকেল ওজনের একটি সোনার পাত্র, একটি গোবৎস, একটি মেষ এবং হোমবলির জন্য এক বছর বয়সের একটি মেষশাবক, প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলির জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ এবং এক বছর বয়সের পাঁচটি মেষশাবক।


শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে।


তোমার পিতার আশীর্বাদ শাশ্বত গিরিশ্রেণীর আশিসের চেয়ে, চিরস্থায়ী পর্বতমালার সম্পদের চেয়েও শ্রেয়। সে সবই বর্ষিত হবে যোষেফের শিরে ভ্রাতৃগণের মধ্যে পৃথক ভাবে উৎসর্গিত যে তারই ললাটে।


যাকোবের বারোটি পুত্র ছিল। লেয়ার সন্তানঃ যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহুদা ইষাখর ও সবুলুন।


যাকোব তাঁকে বললেন, আগে তুমি আমার আছে তোমার জ্যেষ্ঠ পুত্রের অধিকার বিক্রি কর।


আমি এখানে তোমার কাছে আসার আগে তোমার যে দুটি পুত্র মিশরে জন্মগ্রহণ করেছে তারাও আমার সন্তান বলে গণ্য হবে। রূবেণ ও শিমিয়োন যেমন, ইফ্রিয়িম ও মনঃশিও তেমনি আমার সন্তান। এদের পরে যে সন্তানেরা জন্মাবে তারা তোমার হবে।


ইসরায়েলের প্রভু পরমেশ্বর আমাকে এবং আমার বংশধরদের চিরকাল ইসরায়েলের শাসন পরিচালনার জন্য মনোনীত করেছেন। তিনি নেতৃত্বদানের জন্য যিহুদাকে মনোনীত করেছেন এবং সেই যিহুদাবংশ থেকে তিনি আমার পিতৃকুলকে মনোনীত করেছেন। এই কুলের সকলের মধ্যে থেকে তিনি আমাকেই বেছে নিয়েছেন এবং ইসরায়েলের রাজা করেছেন।


উপেক্ষিতা স্ত্রীর পুত্রকেই তাকে জ্যেষ্ঠপুত্র বলে স্বীকার করতে হবে এবং তার সমুদয় সম্পত্তির দুই অংশ সে সেই পুত্রকে দেবে, কারণ সে তার পৌরুষের প্রথম ফসল, জ্যেষ্ঠাধিকার তারই প্রাপ্য।


প্রথম গর্ভজাত বৃষের মতই তেজস্বী সে, বন্যবৃষের শৃঙ্গের মত তার শৃঙ্গযুগল, তার দ্বারা সর্বজাতিকে সে পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত করবে বিতাড়িত। ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর অযুত সহস্র জনগণই সেই শৃঙ্গযুগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন