১ বংশাবলি 5:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)2 যিহুদা গোষ্ঠীর লোকেরা যদিও অন্যান্য গোষ্ঠীর চয়ে শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই গোষ্ঠী থেকেই রাজাদের অভ্যুত্থান হয়েছিল, তবুও উত্তরাধিকার ছিল যোষেফ গোষ্ঠীর)। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যদিও এহুদা তার ভাইদের মধ্যে পরাক্রমী হল এবং তার বংশ থেকে নায়ক উৎপন্ন হলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার ইউসুফের হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 এবং যদিও যিহূদা তাঁর দাদা-ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ও তাঁর থেকেই একজন শাসনকর্তা উৎপন্ন হলেন, জেষ্ঠাধিকার কিন্তু যোষেফেরই থেকে গেল) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কারণ যিহূদা আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 কারণ যিহূদা নিজের ভাইদের মধ্যে শক্তিশালী হল এবং তাঁর থেকেই নেতা সৃষ্টি হয়েছিল, কিন্তু বড় ছেলের অধিকার যোষেফের হল। অধ্যায় দেখুন |
এইভাবে তারা তাদের পালা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করল: দিন বংশ/গোষ্ঠী গোষ্ঠীপতি 1 ম যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 2 য় ইষাখর সূয়ারের পুত্র নথনেল 3 য় সবূলুন হেলোনের পুত্র ইলীয়াব 4 র্থ রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষুর 5 ম শিমিয়োন সুরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 6 ষ্ঠ গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ 7 ম ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 8 ম মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল 9 ম বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 10 ম দান অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর 11 শ আশের অক্রণের পুত্র পগীয়েল 12 শ নপ্তালি ঐনেলের পুত্র অহীর তাদের প্রত্যেকের নিবেদিত উপহার একই ধরণের ছিল: 130 শেকেল ওজনের একটি রূপোর থালা, ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের জন্য পীঠস্থানের মান অনুযায়ী সত্তর শেকেল ওজনের একটি রূপোর পাত্রে তেলের ময়ান দেওয়া পূর্ণ এক পাত্র ময়দা, সুগন্ধি ধূপে পূর্ণ 10 শেকেল ওজনের একটি সোনার পাত্র, একটি গোবৎস, একটি মেষ এবং হোমবলির জন্য এক বছর বয়সের একটি মেষশাবক, প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলির জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগ এবং এক বছর বয়সের পাঁচটি মেষশাবক।
শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে।