Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 5:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যাকোবের জ্যেষ্ঠপুত্র রূবেণের বংশতালিকা: (রূবেণ তার পিতার শয্যা কলুষিত করেছিল বলে তার জ্যেষ্ঠাধিকার হারিয়েছিল। এই জ্যেষ্ঠাধিকার পেয়েছিল যাকোবের অপর পুত্র যোষেফের সন্তানেরা। তাই জন্ম অনুসারে বংশতালিকায় তার নাম লেখা হয় নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 ইসরাইলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান— রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি তাঁর পিতার বিছানা নাপাক করেছিলেন, এজন্য তাঁর জ্যেষ্ঠাধিকার ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানদের দেওয়া হয়, তাই খান্দাননামায় তার স্থান জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের ছেলেরা: (তিনি বড়ো ছেলে ছিলেন, কিন্তু যখন তিনি তাঁর বাবার বিবাহ-শয্যা কলুষিত করলেন, তখন তাঁর জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দিয়ে দেওয়া হল; তাই তাঁর জন্মগত অধিকারের আধারে তিনি বংশতালিকায় স্থান পাননি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1-3 রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথম সন্তান। তাই, প্রথামত তাঁরই বড় ছেলের বিশেষ সম্মান ও সুবিধে পাবার কথা। কিন্তু যেহেতু রূবেণ তাঁর পিতার স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেছিলেন সেই কারণে বড় ছেলের অধিকার যোষেফের পুত্ররা পেয়েছিলেন। পারিবারিক ইতিহাসেও, রূবেণের নাম বড় ছেলে হিসেবে নথিভুক্ত করা নেই। যিহূদা যেহেতু তাঁর ভাইদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন, সেহেতু তাঁর পরিবার থেকেই নেতা স্থির করা হত। তা সত্ত্বেও, বড় ছেলের বিশেষ অধিকার ও অন্যান্য ক্ষমতা যোষেফের বংশের লোকরাই ভোগ করতেন। রূবেণের পুত্ররা ছিল হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলে যদিও তিনি বড় ছিলেন, কিন্তু তিনি নিজের বাবার বিছানা অপবিত্র করেছিলেন, এজন্য তাঁর বড় ছেলের অধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দেওয়া হল, আর বংশাবলির বড় ছেলে অনুসারে উল্লেখ করা হয় না।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 5:1
23 ক্রস রেফারেন্স  

সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


কিছুদিন পরে লেয়া একটি পুত্রসন্তানের জননী হলেন। তার নাম রাখলেন রূবেণ (পুত্র দর্শন কর)। তিনি বললেন, প্রভু পরমেশ্বর আমার দুর্দশা দূর করেছেন, এবার আমি আমার স্বামীর ভালবাসা পাব।


মরারি গোষ্ঠীর হোসাহ্‌র চার পুত্র: শিম্রি (পিতার জ্যেষ্ঠপুত্র না হলেও তাঁর পিতা তাঁকে নেতা করেছিলেন)


নিম্নলিখিত ব্যক্তিরা বিভিন্ন কুল ও গোষ্ঠীর প্রধান। ইসরায়েলের জ্যেষ্ঠপুত্র রুবেণের সন্তান: হনোক, পল্লু, হিষ্‌রোণ ও কর্মি। এরা রুবেণের গোষ্ঠী।


আমি শুনলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এমন ব্যভিচারে লিপ্ত যা ম্লেচ্ছদের মধ্যেও দেখা যায় না, এমন কি সে তার বিমাতার সঙ্গে সহবাস করছে।


যাকোবের পুত্রসন্তানদের তালিকা: রূবেণ, শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, সবুলুন,


পরে যিহুদা গোষ্ঠীর লোকেরা গিল্‌গলে যিহোশূয়ের কাছে গেল এবং কনিষীয় যিফুন্নির পুত্র কালেব যিহোশূয়কে বললেন, প্রভু পরমেশ্বর ঈশ্বরভক্ত মোশিকে কাদেশ-বার্ণিয়ায় থাকতে আমার ও তোমার সম্পর্কে যে কথা বলেছিলেন তা নিশ্চয়ই তোমার মনে আছে।


‘বিমাতার সঙ্গে যে সহবাস করে, অভিশপ্ত হোক সে, কারণ সে তার পিতাকে লজ্জার পাত্র করে।’ জনতা বলবে ‘আমেন’।—


উপেক্ষিতা স্ত্রীর পুত্রকেই তাকে জ্যেষ্ঠপুত্র বলে স্বীকার করতে হবে এবং তার সমুদয় সম্পত্তির দুই অংশ সে সেই পুত্রকে দেবে, কারণ সে তার পৌরুষের প্রথম ফসল, জ্যেষ্ঠাধিকার তারই প্রাপ্য।


ইসরায়েলের জ্যেষ্ঠ সন্তান রূবেণের বংশধরগণ: হনোকের পরিবারভুক্ত হনোক গোষ্ঠীর পল্লুর পরিবারভুক্ত পল্লু গোষ্ঠী।


লেবির পুত্র কোহাৎ,কোহাৎ-এর পুত্র যিষ্‌হর, যিষ্‌হরের পুত্র কোরহ্। কোরহ্ এবং রূবেণ বংশীয়দের মধ্যে ইলিয়াবের পুত্র দাথন ও অবীরাম এবং পেলৎ-এর পুত্র ওন, এরা কয়জন মিলে একজোট হল।


যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই: বংশ গোষ্ঠীপতি রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষূর শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল যিহূদা অম্মীনাদবর পুত্র নহশোন ইষাখর সূয়ারের পুত্র নথনেল সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব যোষেফের পুত্রদ্বয় ইফ্রয়িম অম্মীহূদের পুত্র ইলীশামা মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান দান অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর আশের অক্রণের পুত্র পগীয়েল গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ নপ্তালি ঐননের পুত্র অহীর


যে ব্যক্তি তার বিমাতার সঙ্গে অবৈধ সংসর্গ করে তার পিতাকে কলঙ্কগ্রস্ত করবে, তার এবং সেই নারীর অবশ্যই প্রাণদণ্ড হবে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।


তোমার বিমাতাদের সঙ্গেও না, কারণ তোমার পিতার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।


ইসরায়েল সন্তানেরা যারা যাকোবের সঙ্গে মিশরে গিয়েছিল তাদের তালিকা নিম্নরূপ: যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।


প্রভু তাঁকে বললেন, তোমার গর্ভে রয়েছে দুটি জাতি, তোমার গর্ভজাত এই দুই জাতি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, একজাতি হবে অন্যের চেয়ে শক্তিমান, আর জ্যৈষ্ঠ হবে কনিষ্ঠের দাস।


খ্রীষ্ট অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সর্বসৃষ্টির পূর্বে প্রথম জাতক।


যাকোব তাঁকে বললেন, আগে তুমি আমার আছে তোমার জ্যেষ্ঠ পুত্রের অধিকার বিক্রি কর।


আমি এখানে তোমার কাছে আসার আগে তোমার যে দুটি পুত্র মিশরে জন্মগ্রহণ করেছে তারাও আমার সন্তান বলে গণ্য হবে। রূবেণ ও শিমিয়োন যেমন, ইফ্রিয়িম ও মনঃশিও তেমনি আমার সন্তান। এদের পরে যে সন্তানেরা জন্মাবে তারা তোমার হবে।


প্রথম গর্ভজাত বৃষের মতই তেজস্বী সে, বন্যবৃষের শৃঙ্গের মত তার শৃঙ্গযুগল, তার দ্বারা সর্বজাতিকে সে পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত করবে বিতাড়িত। ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর অযুত সহস্র জনগণই সেই শৃঙ্গযুগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন