Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হক্কোস-এর পুত্র আনুব ও সোব্বো। হারুমের পুত্র অহরহলেলের বংশধরদের পূর্বপুরুষ ছিলেন হক্কাস্।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর হক্কোষের সন্তান— আনূব ও সোবেবা এবং হারুমের পুত্র অহর্হলের গোষ্ঠী সকল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ও কোষ, যিনি আনূব ও সোবেবার এবং হারুমের ছেলে অহর্হল বংশের পূর্বপুরুষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর হক্কোষের সন্তান—আনূব ও সোবেবা, এবং হারুমের পুত্র অহর্হলের গোষ্ঠী সকল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 কোসের দুই পুত্রের নাম ছিল আনূব আর সোবেবা। কোস হারুমের পুত্র অহর্হলের পরিবারের পূর্বপুরুষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 কোষের (হক্কোষ) ছেলেরা হল আনূব ও সোবেবা এবং হারুমের ছেলে অহর্হলের গোষ্ঠী সব।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:8
4 ক্রস রেফারেন্স  

অশহুর হিলাহ্-এর তিন পুত্র। সেরেথ, যিৎসহর, এথ্‌নন।


যাবেশ ছিলেন তাঁর গোষ্ঠীর সবচেয়ে শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি। তাঁর মা তাঁর নাম দিয়েছিলেন ‘যাবেশ’। কারণ জন্মের সময় তাঁর মা খুব যন্ত্রণা পেয়েছিলেন।


নিম্নবির্ণত যাজকগোষ্ঠী, বংশাবলিতে নাম আছে এমন প্রমাণ যারা দিতে পারেনি, তারা হল হবায়, হক্কোস ও বর্সিল্লয়ের সন্তানগণ। এই বর্সিল্লয় গিলিয়দ নিবাসী বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করে তাদের নামে আখ্যাত হয়েছিল। এরা তাদের পূর্বপুরুষের পরিচয় দিতে না পারায়, যাজক হিসাবে গৃহীত হল না।


তাঁর পরে হক্কোসের পৌত্র এবং উরিয়ের পুত্র মরেমথ ইলিয়াসর গৃহের প্রবেশ পথ থেকে প্রাচীরের শেষ পর্যন্ত মেরামত করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন