Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যকিম ও তাঁর সন্তান-সন্ততিরা বাস করত কসেবা জনপদে। যোয়াশ এবং সারফ মোয়াবী কন্যাকে বিবাহ করে বেথলেহেমে বসতি স্থাপন করে। (এদের বংশধারা খুবই পুরাতন)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে যোয়াবের দুই শাসনকর্তা ও যাশূবিলেহম। এই অতি পুরানো কথা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 যোকীম, কোষেবার লোকজন, এবং সেই যোয়াশ ও সারফ, যারা মোয়াবে রাজত্ব করতেন এবং যাশূবি-লেহম। (এই নথিগুলি প্রাচীনকালে সংগৃহীত)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্ত্তা, ও যাশূবিলেহম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্ত্তা ও যাশূবিলেহম এগুলো ছিল খুব পুরানো দিনের র তালিকা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:22
2 ক্রস রেফারেন্স  

যিহুদার এক পুত্র শেলাহ্। তাঁর বংশধরদের মধ্যে এর নামে এক ব্যক্তি লেকাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। লাদাহ্ ছিলেন মারেশাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। এঁর সন্তান-সন্ততিরা ছিল তাঁতী। এরা বেথ-অশবে জনপদে বাস করত।


এরা রাজার অধীনে কুমোরের কাজ করত এবং নটায়িম ও গদেরা জনপদে বাস করত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন