১ বংশাবলি 4:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 যিহলিলের চার পুত্র: সিফ, সিফ্হা, রিরিয় এবং অসারেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর যিহলিলেলের সন্তান— সীফ, সীফা ও তীরিয় ও অসারেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 যিহলিলেলের ছেলেরা: সীফ, সীফা, তীরিয় ও অসারেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর যিহলিলেলের সন্তান—সীফ, সীফা, তীরিয় ও অসারেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 যিহলিলেলের পুত্রদের নাম: সীফ, সীফা, তীরিয় আর অসারেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 যিহলিলেলের ছেলেরা হল সীফ, সীফা, তীরিয় ও অসারেল। অধ্যায় দেখুন |
ইষ্রার চার পুত্র: যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ মিশরের রাজকুমারী বিথিয়াহ্কে বিবাহ করেন। তাদের একটি কন্যা মিরিয়াম এবং দুই পুত্র শম্ময় ও যিশবহ্। যিশবহ্ ইশ্টিমোয়া নগরের প্রতিষ্ঠাতা। মেরদও যিহুদা গোষ্ঠীর একটি কন্যাকে বিবাহ করেন। তাঁদের তিন পুত্র: যেরদ, ইনি গদর নগরের প্রতিষ্ঠাতা। হেবর, সোকো নগরের প্রতিষ্ঠাতা এবং যিকুথিয়েল, সানোহ্ নগরের প্রতিষ্ঠাতা।
সেখানে উপস্থিত নিম্নলিখিত লেবীয়রা কোহাৎ গোষ্ঠীর অমাসয়ের পুত্র মাহৎ ও অসরিয়ের পুত্র যোয়েল, মরারি গোষ্ঠীর অব্দির পুত্র কীশ ও যিহলিলেলের পুত্র অসরিয়, গের্শোন গোষ্ঠীর সিম্মের পুত্র যোয়াহ্ ও যোয়াহের পুত্র এদন, ইলীষাফন গোষ্ঠীর শিম্রি ও যিয়ুয়েল এবং আসফ গোষ্ঠীর সখরিয় ও মত্তনিয়, হেমন গোষ্ঠীর যিহূয়েল ও শিমিয়ি এবং যেদুথুন গোষ্ঠীর শমরিয় ও উষীয়েল