Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যিহুদার পুত্রদের তালিকা: পেরস, হিষ্‌রোণ, কর্মি, হুর ও শোবল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এহুদার সন্তানেরা হল: পেরস, হিষ্রোণ, কর্র্মী, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যিহূদার বংশধরেরা: পেরস, হিষ্রোণ, কর্মি, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 যিহূদার সন্তান—পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 যিহূদার পাঁচ পুত্রের নাম: পেরস, হিষ্রোণ, কর্মী, হূর আর শোবল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যিহূদার বংশের লোকেরা হল পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:1
16 ক্রস রেফারেন্স  

যিহুদার পুত্র: য়ের, ওনান, শেলা, পেরেস্‌ ও জেরাহ্‌। এদের মধ্যে য়ের এবং ওনানের কনান দেশেই মৃত্যু হয়।


কিন্তু সে হাত ভিতরে টেনে নিতেই তার ভাই ভূমিষ্ঠ হল। তা দেখে ধাত্রী বলল, আরে, তুমি কি করে আগেই ভেদ করে বেরিয়ে এলে? এই জন্যই তার নাম দেওয়া হল পেরেস (ভেদী) কিছুক্ষণ পরে তার ভাই ভূমিষ্ঠ হল, তার হাতে বাঁধা ছিল লাল সুতো সেই জন্য তার নাম রাখা হল জেরাহ (রাঙ্গা)।


নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব অদমানের পুত্র, অদমান অর্ণির পুত্র, অর্ণি হিষ্‌রোণের পুত্র, হিষ্‌রোণ পেরসের পুত্র, পেরস যিহুদার পুত্র,


যিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত, পেরসের পুত্র হিষরোণ, হিষরোণের পুত্র রাম;


হিষ্‌রোণের পুত্র কালেব অসুবাকে বিবাহ করেন। তাঁদের একটি কন্যা জন্মে। কন্যার নাম যিরিয়োৎ। তাঁর তিনটি পুত্রের নাম যেশব, শোবব ও অর্দোন।


হিষ্‌রোণের তিন পুত্রঃ যিরহ্‌মেল, রাম ও কালেব।


পেরসের দুটি পুত্র—হিষ্‌রোণ ও হামুল।


যিহুদার মোট পাঁচটি পুত্র ছিল। যিহুদার কনানী স্ত্রী বাথশুয়া, এর, ওনন ও শেলার মাতা। যিহুদার জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্ত অসৎ। তাই প্রভু পরমেশ্বর তাকে সংহার করেন।


পেরস থেকে দাউদ পর্যন্ত বংশধারা এইরূপ-পেরস, হিষ্‌রোণ, রাম, অম্মীনাদব, নহশোন, সল্‌মোন, বোয়স, ওবেদ, যিশয়, দাউদ।


ইলিয়েনয়ের সাত পুত্র: হোদবিয়াহ্, ইলিয়াশিব, পলায়ঃ,অক্কুব, যোহানন, দলাইয় এবং অনানি।


শোবলের পুত্র রায়া, তাঁর পুত্র যহৎ, তাঁর পুত্র অহুমই ও লহদ। এঁরা ছিলেন সরাহ্ নিবাসীদের পূর্বপুরুষ।


যিহূদার পুত্র এর এবং ওনন। এর এবং ওনন কনান দেশে থাকতেই মারা গিয়েছিল।


পুত্রবধূ তামরের গর্ভে যিহুদার আরও দুটি পুত্রের জন্ম হয়। তাদের নাম পেরস ও সেরহ্।


সেরহ্-র এক বংশধর কর্মির পুত্র আখর। এই ব্যক্তি ঈশ্বরের নির্দেশ লঙ্ঘন করে নিষিদ্ধ সামগ্রী গ্রহণ করে ইসরায়েলীদের মধ্যে বিপর্যয় এনেছিল।


এরা সকলেই কালেবের বংশধর।কালেব ও তাঁর স্ত্রী ইফ্রাথার জ্যেষ্ঠপুত্র হুর। হুরের পুত্র শোবল কিরিয়াৎ-জিয়ারিম নগর প্রতিষ্ঠা করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন