Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 3:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 বন্দী যিকোনিয়ের সন্তানেরা হল: তাঁর পুত্র শল্টীয়েল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 বন্দি যিহোয়াখীনের বংশধরেরা: তাঁর ছেলে শল্টীয়েল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 বন্দি যিকনিয়ের সন্তান—তাঁহার পুত্র শল্টীয়েল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 যিকনিয় বাবিলে বন্দী হবার পর তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: শল্টীয়েল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 3:17
7 ক্রস রেফারেন্স  

যোষাদকের পুত্র যেশূয় তাঁর সহকারী পুরোহিতগণ এবং পল্টিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর পরিবারের সকলে মিলে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদী পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। ঈশ্বরের পরমভক্ত মোশির লিখিত ঈশ্বরের বিধান অনুসারে হোমবলি উৎসর্গের জন্যই এই বেদী নির্মিত হল।


যিকনিয়ের পুত্র শল্টীয়েল, ব্যাবিলনে নির্বাসনের সময়ের পরে জাত; শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল;


শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এই প্রত্যাদেশ শুনে জেরুশালেমে মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করলেন এবং প্রবক্তা দুজনও তাঁদের সাহয্য করলেন।


বছরের দ্বিতীয় মাসে পুনরায় তাঁরা জেরুশালেম মন্দিরের স্থানটিতে এলেন এবং নির্মাণের কাজ আরম্ভ করলেন। সরুব্বাবিল, যেশূয় এবং তাঁদের অবশিষ্ট জ্ঞাতিগোষ্ঠী, যাজক, লেবীয় অর্থাৎ নির্বাসন থেকে যারা জেরুশালেমে এসেছিলেন, তাঁরা সকলেই নির্মাণের কাজে অংশ নিলেন। কুড়ি বছর বয়স ও তার ঊর্ধ্বের লেবীয়দের সকলকে মন্দির পুনর্নির্মাণের কাজে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হল।


যিহোয়াকিমের দুই পুত্র: যিহোয়াখিন ও সিদিকিয়াহ্।


মল্‌কিরাম, পদায়, শনৎসর, যিকমিয়, হোশামা এবং নদবিয়।


এ ব্যক্তি হারাবে তার সন্তানদের, সে হবে এমন একজন, যার জীবনে আসবে না সফলতা কোনদিন, এই তার বিধিলিপি। থাকবে না তার কোনও বংশধর, দাউদের উত্তরাধিকারীরূপে যে ধারণ করবে যিহুদীয়ার শাসনদণ্ড। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন