Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 3:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 যিহোয়াকিমের দুই পুত্র: যিহোয়াখিন ও সিদিকিয়াহ্।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 এবং যিহোয়াকীমের পুত্র যিকনিয়, অপর পুত্র সিদিকিয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 যিহোয়াকীমের উত্তরাধিকারীরা: তাঁর ছেলে যিহোয়াখীন, ও সিদিকিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 এবং যিহোয়াকীমের পুত্র যিকনিয়, অপর পুত্র সিদিকিয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 যিহোয়াকীমের পুত্রদের নাম ছিল যিকনিয় আর সিদিকিয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 3:16
12 ক্রস রেফারেন্স  

যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনের সময়ে জাত;


যিহোয়াকিমের মৃত্যুর পর তাঁর পুত্র যিহোয়াখিন রাজা হন।


যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের পুত্র রাজা যিহোয়াখিনকে প্রভু পরমেশ্বর বলেলন, আমি জাগ্রত ঈশ্বর, এ যেমন ধ্রুব সত্য, এও তেমনি সত্য যে, তুমি আমার দক্ষিণ হস্তের সীল মোহরের আংটি হলেও আমি তোমাকে খুলে ফেলব এবং


যিহোয়াখিনের কাকা মাত্তানিয়াহ্‌কে নেবুকাডনেজার যিহুদীয়ার রাজা করলেন এবং তাঁর নাম দিলেন সেদেকিয়াহ্।


যিহোয়াখিন আঠেরো বছর বয়সে রাজা হন এবং তিন মাস রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। শালেমের এল্‌-নাথানের কন্যা নেহুস্তা ছিলেন তাঁর জননী।


আমি বললাম, যিহোয়খিন কি ভাঙ্গা পাত্রের মত হয়েছে, যে পাত্রটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর কেউ-ই সেটি চায় না? সেই জন্যই কি তাকে ও তার সন্তানদের অজানা এক দেশে নিয়ে যাওয়া হচ্ছে?


যিহোয়াখিন আঠেরো বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং জেরুশালেমের তিন মাস দশ দিন রাজত্ব করেন। তিনিও প্রভু পরমেশ্বরের বিরুদ্ধাচরণ করে পাপ করেছিলেন।


যোশিয়র চার পুত্র: যোহানন, যিহোয়াকিম, সিদিকিয়াহ্ ও শল্লুম।


ইতিলমরোদক যে বছর ব্যাবিলনের রাজা হন, সেই বছর তিনি যিহুদীয়ারাজ যিহোয়াখিনের প্রতি দয়াপরবশ হয়ে তাঁকে কারাগার থেকে মুক্তি দেন। যিহোয়াখিনের বন্দী হওয়ার সাঁইত্রিশ বছর পরে দ্বাদশ মাসের সাতাশ দিনের দিন তিনি মুক্তিলাভ করেন।


রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল,


ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহোয়াকিমের পুত্র যিহোয়াখিনের জায়গায় যোশিয়ের পুত্র সিদিকিয়কে যিহুদীয়ার রাজা করলেন।


ইসরায়েলের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর নবীদের তাদের কাছে পাঠাতেন তাঁর প্রজাদের সাবধান করার জন্য কারণ তিনি তাদের ও তাঁর মন্দিরকে রক্ষা করতে চেয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন