Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 27:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2-15 পালাক্রমে প্রত্যেক মাসের দায়িত্বে নিযুক্ত দলনায়কদের নামের তালিকা: প্রথম মাস: সব্দিয়েলের পুত্র যাশোবিয়াম (ইনি যিহুদা গোষ্ঠীর পেরেস বংশের লোক ছিলেন।) দ্বিতীয় মাস: অহোহির বংশধর দোদয়। (মিক্‌লোথ ছিলেন তাঁর সহকারী।) তৃতীয় মাস: পুরোহিত যিহোয়াদার পুত্র বনায়। ইনি ছিলেন ‘সেই ত্রিশ’ জনের দলনায়ক। (তাঁর পুত্র অম্মিষাবাদ দলনায়করূপে পিতার স্থলাভিষিক্ত হন)। চতুর্থ মাস: যোয়াবের ভাই অসাহেল (তাঁর পুত্র সবদিয় তাঁর স্থলাভিষিক্ত হন।) পঞ্চম মাস: যিষহরের বংশধর শমহূত। ষষ্ঠ মাস: তকোয়া নিবাসী ইক্কেশের পুত্র ইরা। সপ্তম মাস: পলোন নিবাসী ইফ্রয়িম গোষ্ঠীর হেলস। অষ্টম মাস: হুশা নিবাসী সিব্বখয়। (তিনি ছিলেন যিহুদা গোষ্ঠীর সেরহ বংশের লোক)। নবম মাস: বিন্যামীন গোষ্ঠীর অনাথোত নিবাসী অবিয়েষর। দশম মাস: নটোফা নিবাসী মহরয় (ইনি ছিলেন সেরহ বংশের লোক)। একাদশ মাস: ইফ্রয়িম গোষ্ঠীর পিরিয়াথন নিবাসী বনায়। দ্বাদশ মাস: নটোফা নিবাসী হিলদয় (ইনি ছিলেন অৎনিয়েলের বংশধর)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 প্রথম মাসের জন্য প্রথম বিভাগের দায়িত্বে ছিলেন সব্দীয়েলের ছেলে যাশবিয়াম। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2-3 বছরের প্রথম মাসে 24,000 সৈন্যর যে দলটি কাজ করত তাদের দায়িত্বে থাকতেন পেরসের উত্তরপুরুষ সব্দীয়েলের পুত্র যাশবিয়াম। প্রথম মাসে যাশবিয়াম সৈন্যাধ্যক্ষ হিসেবে কাজ করতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 প্রথম মাসের জন্য প্রথম সৈন্যদলের ভার ছিল সব্দীয়েলের ছেলে যাশবিয়ামের উপর। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 27:2
4 ক্রস রেফারেন্স  

তালিকার প্রথম নাম ছিল হখমোন গোষ্ঠীর যাশোবিয়ামের নাম। ইনি ‘বীর ত্রয়ী’র নেতা ছিলেন। এক যুদ্ধে তিনি তিনশো লোককে বর্শার আঘাতে বধ করেন।


দাউদের বিখ্যাত যোদ্ধাদের নাম: তকহেমন নিবাসী যোশেব বসশেবেথ ছিলেন “তিনজন সেনাপতির” মধ্যে প্রধান। একটি যুদ্ধে শুধুমাত্র বর্শা দিয়ে তিনি আটশো জনকে বধ করেন।


ইসরায়েলের যে সমস্ত পরিবার প্রধান,গোষ্ঠীপতি এবং তাঁদের পদস্থ কর্মচারীদের উপর রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, তাঁদের তালিকা নীচে দেওয়া হল। প্রতি মাসে পালাক্রমে এক একজন দলনায়কের নেতৃত্বে চব্বিশ হাজার জনের এক একটি দল কর্তব্য পালন করতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন