Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 26:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ওবেদ-ইদোমও এদের সঙ্গে ছিলেন। তাঁর সাতটি পুত্র। বয়ঃক্রম অনুযায়ী তাদের নাম: শিমেয়াহ্, যিহোষাবদ, যোআহ্, সাখর, নথনেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর ওবেদ-ইদোমের পুত্র ছিল; শমরিয় জেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর পঞ্চম নথনেল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 ওবেদ-ইদোমেরও কয়েকটি ছেলে ছিল: বড়ো ছেলে শময়িয়, দ্বিতীয়জন যিহোষাবদ, তৃতীয়জন যোয়াহ, চতুর্থজন সাখর, পঞ্চমজন নথনেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর ওবেদ-ইদোমের পুত্র ছিল; শমরিয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ওবেদ-ইদোমের পরিবার থেকে ছিলেন তাঁর পুত্ররা, যথাক্রমে—শময়িয়, যিহোষাবদ, যোয়াহ, সাখর, নথনেল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 ওবেদ ইদোমের ছেলে ছিল। তাঁর ছেলেরা হল, প্রথম শময়িয়, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 26:4
11 ক্রস রেফারেন্স  

যিদুথুনের পুত্র ওবেদ-ইদোম ও তাঁর গোষ্ঠীর আটষট্টিজন এঁদের সাহায্য করতেন। হোষা এবং ওবেদ-ইদোমের উপর দ্বার রক্ষার দায়িত্ব দেওয়া হল।


আসফ ছিলেন তাঁদের নেতা এবং তাঁর সহকারীরূপে সখরিয়, যিইয়েল, শমিরামোথ, যিহিয়েল, মত্তিথিয়, ইলিয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিইয়েলকে নিযুক্ত করা হল বীণাবাদকরূপে। আসফ বাজাতেন করতাল।


শেষে তিনি ঠিক করলেন যে সিন্দুকটা জেরুশালেমে নিয়ে যাবেন না, তার পরিবর্তে রাস্তা পাল্টে গাৎ নিবাসী ওবেদ ইদোমের বাড়িতে রেখে দেবেন।


ওবেদ ইদোমের বাড়িতে চুক্তিসিন্দুকটি তিনমাস থাকল। প্রভু পরমেশ্বর তাকে এবং তার পরিবারকে আশীর্বাদ করলেন।


সিন্দুকটি সেখানে তিন মাস রইল। পরমেশ্বর প্রভু তাকে এবং তার পরিবারকে আশীর্বাদ করলেন।


ইলম, যিহোহানন ও ইলিহেনয়।


অম্মিয়েল, ইষাখরও পিয়ুল্লতয়।


চুক্তিসিন্দুক থাকার দরুণ প্রভু পরমেশ্বর ওবেদ ইদোমের পরিবার ও তার যাবতীয় সামগ্রীকে আশীর্বাদ করেছেন শুনে দাউদ মহা ধূমধাম ও আনন্দ উৎসব করতে করতে ওবেদের বাড়ি থেকে চুক্তিসিন্দুক জেরুশালেমে নিয়ে গেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন