Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 26:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 লাদনের আর একটি পুত্র সেথম ও যোয়েলের উপর মন্দিরের কোষাগার ও ভাণ্ডারের দায়িত্ব ন্যস্ত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 যিহীয়েলীর পুত্র সেথম ও তাঁর ভাই যোয়েল, এঁরা মাবুদের গৃহের কোষাধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 যিহীয়েলির ছেলেরা হলেন, সেথম ও তাঁর ভাই যোয়েল। তাদের উপর সদাপ্রভুর মন্দিরের কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 যিহীয়েলির পুত্র সেথম ও তাঁহার ভ্রাতা যোয়েল, ইহাঁরা সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 যিহীয়েলির পুত্র সেথম আর তাঁর ভাই যোয়েলেরও কাজ ছিল প্রভুর মন্দিরের মূল্যবান জিনিসপত্রের ওপর নজর রাখা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 যোয়েলের উপর ছিল সদাপ্রভুর ঘরের ধনভান্ডারের দেখাশোনার ভার। এঁরা ছিলেন তাঁদের নিজের নিজের বংশের নেতা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 26:22
6 ক্রস রেফারেন্স  

লাদনের তিন পুত্র: যিহীয়েল, সেথম ও যোয়েল।


লেবীয়রা যখন দশমাংশ গ্রহণ করবেন, তখন হারোণ বংশের একজন পুরোহিত তাদের সঙ্গে থাকবেন। লেবীয়রা এই সংগৃহীত দশমাংশের দশভাগের একভাগ আমাদের ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারে নিয়ে আসবে।


যাদের বহুমূল্য রত্ন ছিল, তারা সেগুলি মন্দিরের কোষাগারে দান করল। এই কোষাগারের ভার ছিল গের্শোনের লেবীয় গোষ্ঠীর যিহিয়েলের হাতে।


লেবী গোষ্ঠীর অন্যান্যদের উপর মন্দিরের কোষাগার ও ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হল। এই ভাণ্ডারে ঈশ্বরের কাছে নিবেদিত সমস্ত উপহার রাখা হত।


গের্শোমের এক পুত্র, লাদন ছিলেন কতকগুলি গোষ্ঠীর আদি পিতা, এদের মধ্যে একটি ছিল তাঁর পুত্র যিহিয়েলের গোষ্ঠী।


অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েলের বংশদের উপরেও বিভিন্ন দায়িত্ব অর্পিত হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন