Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 23:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ত্রিশ বছর এবং তার চেয়ে বেশী বয়সের সমস্ত লেবীয় পুরুষদের সংখ্যা গণনা করা হল। মোট সংখ্যা হল আটত্রিশ হাজার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তখন ত্রিশ ও তারচেয়ে বেশি বছর বয়স্ক লেবীয়দের গণনা করা হল; মাথা গণনায় তারা আটত্রিশ হাজার পুরুষ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন ত্রিশ ও তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়েরা গণিত হইল; মস্তক-গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তিনি গুনে দেখলেন 30 বছরের বেশি বয়স্ক লেবীয়দের সর্বমোট সংখ্যা 38,000 জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যে সব লেবীয় পুরুষেরা ত্রিশ কিম্বা তার বেশী বয়সের ছিল তাদের গণনা করলে দেখা গেল তাদের সংখ্যা আটত্রিশ হাজার।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 23:3
5 ক্রস রেফারেন্স  

উল্লিখিত এইসমস্ত ব্যক্তি ছিলেন লেবীয় বংশধর। গোষ্ঠী, পরিবার ও গোষ্ঠী প্রধানদের নাম অনুযায়ী এঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এঁদের মধ্যে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশি বয়সের প্রত্যেকজনকে প্রভু পরমেশ্বরের মন্দিরে কাজ করতে হত।


লেবীয়দের পালনীয় বিধি এই: পঁচিশ বছর এবং ততোধিক বয়সের লেবীয়েরা সম্মিলন শিবিরে পরিচর্যার কাজের তালিকাভুক্ত হবে।


দাউদ ইসরায়েলীদের সমস্ত নেতা, পুরোহিত এবং লেবীয়দের ডেকে একত্র করলেন।


ত্রিশ বৎসর ও তদূর্ধ বয়স্ক যে পুরুষেরা প্রতিদিন মন্দিরে তাঁদের পদমর্যাদা অনুসারে নির্ধারিত কাজের দায়িত্ব পালন করতেন, তাঁদের এই অংশ দেওয়া হত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন