Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 22:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 কাঠের দরজার জন্য পেরেক ও কব্জা তৈরীর উদ্দেশ্যে তিনি তাদের প্রচুর লোহা সরবরাহ করলেন। এ ছাড়াও তিনি এত ব্রোঞ্জ জোগাড় করলেন যা ওজন করে শেষ করা যায় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আর দ্বারগুলোর দরজার পেরেকের ও কব্‌জার জন্য দাউদ অপরিমেয় লোহা এবং অপরিমেয় ব্রোঞ্জ সংগ্রহ করলেন, যা ওজন করা গেল না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সদর-দরজার পাল্লায় ও কব্জায় পেরেক লাগানোর জন্য তিনি প্রচুর পরিমাণে লোহার জোগান দিলেন, এবং তিনি এত ব্রোঞ্জের জোগান দিলেন, যা ওজন করে দেখাও সম্ভব হয়নি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আর দ্বার সকলের কবাটের প্রেকের জন্য ও কব্‌জার জন্য দায়ূদ অপর্য্যাপ্ত লৌহ প্রস্তুত করিলেন, এবং অপর্য্যাপ্ত পিত্তল, যাহা তৌল করা যায় না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 পেরেক ও দরজার কব্জা বানানোর জন্য দায়ূদ লোহা আনালেন এবং এছাড়াও প্রচুর পরিমাণে পিতল সংগ্রহ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 ফটকগুলোর দরজার পেরেক ও কব্‌জার জন্য তিনি প্রচুর পরিমাণে লোহা দিলেন, আর এত পিতল দিলেন যে, তা ওজন করা যায় না।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 22:3
7 ক্রস রেফারেন্স  

প্রভুর মন্দিরের জন্য আমি বহু পরিশ্রম করে একলক্ষ তালন্ত সোনা, দশলক্ষ তালন্ত রূপো এবং অপরিমেয় ব্রোঞ্জ ও লোহা সংগ্রহ করেছি। এছাড়াও আমি প্রচুর কাঠ ও পাথর মজুত রেখেছি। কিন্তু এতে কুলাবে না, আরও জোগাড় করতে হবে।


আমি মন্দিরের জন্য সাজ-সরঞ্জাম, মাল মশলা আপ্রাণ প্রচেষ্টায় সংগ্রহ করে রেখেছি—সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, দামী পাথর ও মণি-মাণিক্য, মোজেইক করার জন্য পাথর এবং প্রচুর পরিমাণে মার্বেল পাথর মজুত করেছি।


সংখ্যায় অনেক হওয়ার জন্য শলোমন এগুলি আর ওজন করান নি। সুতরাং এগুলির জন্য পরিমাণে কত পিতল লেগেছিল তা আর নির্ধারণ করা যায় নি।


নিম্নলিখিত জিনিস দিতে এগিয়ে এলেনঃ পাঁচ হাজার তালন্ত এবং দশ হাজার ডেরিকের বেশি সোনা, দশ হাজার তালন্ত রূপো, আঠেরো হাজার তালন্ত পিতল ও একশো হাজার তালন্ত লোহা।


রাজা শলোমন মন্দিরের জন্য যে সমস্ত ব্রোঞ্জের জিনিষ তৈরী করিয়েছিলেন—দুটি স্তম্ভ, জলাধার এবং ঐ জলাধার রাখার জন্য বারোটি বৃষের সমস্ত ব্রোঞ্জ তারা নিয়ে গেল। সেগুলি এত ভারী ছিল যে, তা ওজন করা সম্ভব হয় নি।


সংখ্যায় অনেক হওয়ার জন কেউ আর এগুলিকে ওজন করার প্রয়োজন মনে করে নি। সুতরাং এগুলির জন্য কত পরিমাণ ব্রোঞ্জ লেগেছিল, তা আর নির্ধারণ করা যায় নি।


সেই দেশে তোমাদের কখনও অন্নকষ্ট বা কোন জিনিষের অভাব হবে না। সে দেশের পাথরে লোহা আছে, সেখানকার পাহাড় থেকে তোমরা তামা সংগ্রহ করতে পারবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন