Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 22:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 সে-ই আমার জন্য মন্দির নির্মাণ করবে। সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। তার বংশ ইসরায়েলের উপর চিরকাল রাজত্ব করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 সেই আমার নামের জন্য গৃহ নির্মাণ করবে; আর সে আমার পুত্র হবে, আমি তার পিতা হব এবং ইসরাইলে তার রাজ সিংহাসন চিরকালের জন্য স্থায়ী করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 সেই আমার নামাঙ্কিত এক ভবন তৈরি করবে। সে আমার ছেলে হবে ও আমি তার বাবা হব। ইস্রায়েলের উপর তার রাজত্বের সিংহাসন আমি চিরস্থায়ী করব।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 সেই আমার নামের জন্য গৃহ নির্ম্মাণ করিবে; আর সে আমার পুত্র হইবে, আমি তাহার পিতা হইব, এবং ইস্রায়েলের উপরে তাহার রাজসিংহাসন চিরকালের জন্য স্থির করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তার নাম শলোমন এবং তার শাসনকালে আমি ইস্রায়েলকে শান্তি দেব। আমি তাকে সন্তান-জ্ঞানে পালন করব এবং তার রাজ্যকে সুদৃঢ় করব। তার পরিবারের কেউ না কেউ আজীবন ইস্রায়েলে শাসন করবে।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 সেই আমার জন্য একটা ঘর তৈরী করবে। সে হবে আমার ছেলে আর আমি হব তার বাবা। ইস্রায়েলের উপরে তার রাজত্ব আমি চিরকাল স্থায়ী করব’।”

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 22:10
16 ক্রস রেফারেন্স  

ঈশ্বর কোন স্বর্গদূতকে কখনও বলেননি, ‘তুমি আমার পুত্র, আজই তোমার জন্ম দিলাম আমি’ কিম্বা ‘আমি হব তার পিতার এবং সে হবে আমার পুত্র’।


দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা, তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি। ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত। সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।


আমাকে উদ্দেশ করে সে বলবে, তুমিই আমার পিতা, আমার ঈশ্বর, আমার ত্রাণশৈল।


তাই আমি আমার প্রভু পরমেশ্বরের জন্য একটি মন্দির নির্মাণের সঙ্কল্প করেছি। কারণ প্রভু পরমেশ্বর আমার পিতা দাউদকে এই কথাই বলেছিলেন, তোমার স্থলে তোমার যে পুত্রকে আমি সিংহাসনে প্রতিষ্ঠিত করব, সেই আমার উদ্দেশে মন্দির নির্মাণ করবে।


সে বলল, আপনি তো জানেন যে, এ রাজ্য আমারই প্রাপ্য ছিল। ইসরায়েলীরা সকলেই আশা করেছিল, আমিই রাজা হব। কিন্তু ঘটনা ঘুরে গেল, আমার ছোট ভাই রাজা হল, প্রভু পরমেশ্বরই তাকে তা দিয়েছেন।


সদা জাগ্রত প্রভু পরমেশ্বর আমাকে আমার পিতা দাউদের সিংহাসনে বসিয়েছেন, তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে প্রতিষ্ঠা দিয়েছেন এবং আমাকে ও আমার বংশধরদের এই রাজত্ব দান করেছেন। কাজেই, আজই আদোনিয়কে মরতে হবে।


তিনি তাদের বললেন, ইসরায়েলের প্রভু পরমেশ্বরের স্তুতি কর। তিনি আমার পিতা দাউদের কাছে নিজ মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করেছেন। তিনি বলেছিলেন,


তাহলে ‘ইসরায়েলের সিংহাসনে আরোহণ করার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না’—তোমার পিতার কাছে দেওয়া আমার এই প্রতিশ্রুতি আমি পূর্ণ করব


তিনি আমাকে বহু পুত্র দান করেছেন এবং তাদের মধ্যে থেকে তিনি তাঁর রাজ্য ইসরায়েলের শাসন পরিচালনা করার জন্য শলোমনকে মনোনীত করেছেন।


তোমার সেবক, আমার পিতা দাউদকে তুমি স্বয়ং যে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ তুমি অক্ষরে অক্ষরে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন