Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 21:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তখন দাউদ ঈশ্বরের কাছে মিনতি জানিয়ে বললেনঃ এ কাজ করে আমি মহাপাপ করেছি। কৃপা করে আমায় ক্ষমা কর। আমি বড় মূর্খের মত কাজ করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পরে দাউদ আল্লাহ্‌কে বললেন, এই কাজ করে আমি মহাগুনাহ্‌ করেছি, কিন্তু এখন আরজ করি, নিজের গোলামের অপরাধ মাফ কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কাজ করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তখন দাউদ ঈশ্বরকে বললেন, “এ কাজ করে আমি মহাপাপ করে ফেলেছি। এখন, আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি, তোমার দাসের এই অপরাধ মার্জনা করো। আমি মহামূর্খের মতো কাজ করে ফেলেছি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরে দায়ূদ ঈশ্বরকে কহিলেন, এই কার্য্য করিয়া আমি মহাপাপ করিয়াছি; কিন্তু এখন বিনয় করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর; কেননা আমি বড়ই অজ্ঞানের কর্ম্ম করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 দায়ূদ তারপর ঈশ্বরকে বললেন, “আমি মূর্খের মতো জনসংখ্যা গণনা করে গুরুতর পাপ করেছি। এখন আমি তোমায় অনুনয় করছি, তুমি আমায়, তোমার দাসকে এই পাপ থেকে মুক্ত কর।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন দায়ূদ ঈশ্বরকে বললেন, “আমি এই কাজ করে ভীষণ পাপ করেছি। এখন আমি তোমার কাছে মিনতি করি, তুমি তোমার দাসের এই অপরাধ ক্ষমা কর। আমি খুবই বোকামির কাজ করেছি।”

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 21:8
16 ক্রস রেফারেন্স  

দাউদ নাথানকে বললেন, আমি প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছি। নাথান বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে পাপের দায় থেকে মুক্ত করছেন, আপনি মরবেন না।


কিন্তু আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন। তিনি নির্ভরযোগ্য ও ধর্মময়।


পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।


আবেদনসহ তোমরা ফিরে এস, ফিরে এস প্রভু পরমেশ্বরের কাছে,তাঁর কাছে বল:আমাদের সব অপরাধ মার্জনা কর, আমাদের যা ভাল তা-ই গ্রহণ কর, আমাদের ওষ্ঠাধর নিবেদন করবে তোমার স্তুতি।


শুধু তুমি স্বীকার কর যে তুমি অপরাধী, তোমার প্রভু ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ। স্বীকার কর যে প্রতিটি বৃক্ষের নীচে বিদেশী দেবতাদের পায়ে তামার ভালবাসা উজাড় করে দিয়েছ, আমার অনুশাসন তুমি পালন করনি। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি।


তোমার কাছে আমি তখন স্বীকার করলাম আমার পাপ গোপন করিনি কোন অপরাধ। আমি মনস্থ করলাম, প্রভু পরমেশ্বরের কাছে স্বীকার করব আমার অপরাধ। তখন তুমি হে প্রভু পরমেশ্বর, রক্ষা করবে আমায় আমার পাপের দণ্ড থেকে। সেলা


হে প্রভু পরমেশ্বর তোমার মহিমার গুণে ক্ষমা কর আমার যত দোষ, গুরুতর অপরাধ যত।


বললেন, প্রজারা তাদের উপরে চাপান কাজের বোঝা আমাকে হালকা করে দিতে বলেছে, তাদের আমি কি উত্তর দেব? তোমাদের মত কি?


লোকগণনার পর দাউদের বিবেক দংশন শুরু হল। তিনি প্রভু পরমেশ্বরকে বললেন, এ কাজ করে আমি মহাপাপ করেছি। হে প্রভু পরমেশ্বর! তোমার কাছে আমার আবেদন, তোমার দাসের পাপ ক্ষমা কর। আমি বড় মূর্খের মত কাজ করেছি।


আমি তাহলে মুখ দেখাব কেমন করে? আর তুমি? তুমিও সমগ্র ইসরায়েলের কাছে ঘৃণার পাত্র হবে। বরং এক কাজ কর, তুমি রাজাকে বল, তিনি আমাকে তোমার হাতে দিতে অসম্মত হবেন না।


তখন শৌল বললেন, আমি পাপ করেছি। বৎস দাউদ, তুমি ফিরে এস। আমি আর তোমার অনিষ্টকরব না। তোমার দৃষ্টিতে আজ আমার জীবন মহামূল্যবান ছিল। আমি নির্বোধের মত কাজ করে বড়ই ভুল করেছি।


শমুয়েল বললেন, তুমি নির্বোধের মত কাজ করেছ। তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশ তুমি পালন করনি। যদি করতে তাহলে তিনি ইসরায়েলের উপর তোমার রাজত্ব চিরস্থায়ী করতেন।


তারা অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়েছিল কারণ যাকোবের কন্যার মর্যাদা হানি করে শেখেম ইসরায়েলী সমাজের দৃষ্টিতে গর্হিত ও নিষিদ্ধ আচরণ করেছিল।


এই কাজের ফলে ঈশ্বর অসন্তুষ্ট হলেন এবং ইসরায়েলকে শাস্তি দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন