১ বংশাবলি 20:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 ফিলিস্তিনীদের সঙ্গে আবার আর একটি যুদ্ধে যায়ীরের পুত্র এল্হানন গাৎ নিবাসী গলিয়াথের ভাই লাহ্মিকে বধ করেন। এই গলিয়াথের বর্শার হাতলটা ছিল তাঁতের নরাজের মত মোটা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আবার ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল। আর যায়ীরের পুত্র ইল্হানন গাতীয় গলেতের ভাই লহমিকে হত্যা করলো, এর বর্শা তাঁতের নরাজের মত ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 ফিলিস্তিনীদের সাথে অন্য একটি যুদ্ধে, যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে হত্যা করল, যার বর্শার হাতলটি ছিল তাঁতির দণ্ডের মতো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আবার পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল, আর যায়ীরের পুত্র ইল্হানন গাতীয় গলিয়াতের ভ্রাতা লহমিকে বধ করিল, ইহার বড়শা তাঁতের নরাজের ন্যায় ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আর একবার পলেষ্টীয়দের সঙ্গে ইস্রায়েলীয়দের যখন যুদ্ধ হচ্ছিল, যায়ীরের পুত্র ইল্হানন লহমিকে হত্যা করেন, যদিও লহমির হাতে একটি বিশাল ও তীক্ষ্ণ বর্শা ছিল। লহমি ছিল গলিয়াতের ভাই। গলিয়াত ছিল গাতের লোক। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 পলেষ্টীয়দের সঙ্গে আর একটা যুদ্ধে যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে মেরে ফেলল। তার বর্শাটা ছিল তাঁতীদের বীমের মত। অধ্যায় দেখুন |
রাজকার্যের তাড়ায় আমি নিজের তরবারি বা অস্ত্র সঙ্গে আনতে পারিনি। পুরোহিত বললেন, ফিলিস্তিনী গলিয়াৎ, যাকে আপনি এলা উপত্যকায় বধ করেছিলেন তারই তরবারি খানা ঐ দেখুন, এফোদের পিছনে কাপড়ে জড়ানো রয়েছে। যদি ওটা নিতে চান তো নিতে পারেন, ওটা ছাড়া আর কোন তরবারি এখানে নেই। দাউদ বললেন, ওটার মতন আর কোনটাই নয়, ওটাই আমাকে দিন।