Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 20:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 এর কিছুদিন পরে গেষরে ফিলিস্তিনীদের সঙ্গে আবার যুদ্ধ বাধল। এই সময় হুশাহ্ নিবাসী সিব্বেখয় ফিলিস্তিনী বিরাটাকায় যোদ্ধা সিপ্পয়কে বধ করেন এবং ফিলিস্তিনীরা যুদ্ধে হেরে যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 এর পরে গেষরে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল; তখন হ্‌শাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে হত্যা করলো; তাতে তারা নত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কালক্রমে, গেষরে ফিলিস্তিনীদের সাথে যুদ্ধ বেধে গেল। সেই সময় হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশধরদের মধ্যে সিপ্পয় বলে একজনকে হত্যা করল, এবং ফিলিস্তিনীরা যুদ্ধে পরাজিত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তৎপরে গেষরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে বধ করিল, আর তাহারা নত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 পরবর্তী কালে, পলেষ্টীয়দের সঙ্গে গেষর শহরে ইস্রায়েলীয়দের যুদ্ধ হয়। সে সময়ে, হূশার সিব্বখয় সিপ্পয় নামে এক দানব সন্তানকে হত্যা করল। তাই পলেষ্টীয়রা ইস্রায়েলের কাছে নিজেদের সমর্পণ করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 পরে গেষরে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ আরম্ভ হল। সেই দিন হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশের সিপ্পয় নামে এক জনকে মেরে ফেলল, আর এতে পলেষ্টীয়েরা হেরে গেল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 20:4
9 ক্রস রেফারেন্স  

ফিলিস্তিনী আর ইসরায়েলীদের মধ্যে আবার যুদ্ধ বাধল। দাউদ সৈন্য সামন্ত নিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে দাউদ খুব ক্লান্ত হয়ে পড়লেন।


এবং পশ্চিমে যফ্‌লেটীয়দের এলাকার সীমান্তে বেথ-হোরোণের নিম্নভূমির প্রান্তে গেষর এবং ভূমধ্যসাগর পর্যন্ত তাদের সীমানা নিরূপিত হল।


এগ্‌লোনের রাজা, গেজেরের রাজা,


তাঁর সহযোগী রাজারা এসে অস্তারোৎ-কর্ণায়িমে রেফায়িমকে হাম-এ জুজিমকে,


সেখানে ছিল ইশবীবেনোব নামে বিরাটাকায় দুর্দান্ত এক যোদ্ধা। তার কোমরে বাঁধা ছিল নতুন তরোয়াল আর হাতে তিনশো শেকেল ওজনের ব্রোঞ্জের তৈরী বর্শা। সে এগিয়ে এল দাউদকে হত্যা করবে বলে।


প্রভু পরমেশ্বরের নির্দেশ মত দাউদ কাজ করলেন এবং গেবা থেকে গেষর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন